করোনা পরিস্থিতিতে নতুন স্বাস্থ্য বীমা, কী কী সুবিধা দেবে LIC?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2021 | 9:44 PM

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবীমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে নতুন স্কিম আনল এলআইসি

করোনা পরিস্থিতিতে নতুন স্বাস্থ্য বীমা, কী কী সুবিধা দেবে LIC?
এলআইসি (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবীমার গুরুত্ব বেড়েছে অনেকটাই। এরই মধ্যে নতুন স্বাস্থ্য বীমা নিয়ে এল এলআইসি (জীবন বীমা নিগম)। কিছু নির্দিষ্ট রোগের ক্ষেত্রে এই বীমা কার্যকর হবে ও সঠিক সময়ে পরিবারকে সুরক্ষা দিতে পারবে।

পলিসি যিনি করবেন, তাঁর স্ত্রী বা স্বামী, সন্তান ও বাবা-মা’ও এই বীমার আওতায় আসবে। পলিসি হোল্ডারের বাবা-মায়ের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৬৫-র মধ্যে, সন্তানের বয়স হতে হবে ৯১ দিন থেকে ২০ বছরের মধ্যে। তবেই এই বীমার আওতায় আসা সম্ভব।

যিনি পলিসিস করাবেন তিনি, তাঁর স্ত্রী ও বাবা-মা ৮০ বছর পর্যন্ত পলিসি কভার পাবেন বা পলিসির আওতায় টাকা পাবেন।

কী কী সুবিধা পাওয়া যাবে এই পলিসিতে:

১. পছন্দ মতো পরিমাণ বেছে নেওয়া যাবে প্রিমিয়ামের ক্ষেত্রে।

২. হাসপাতালে ভর্তি বা সার্জারির ক্ষেত্রে টাকা পাওয়া যাবে।

৩. যদি একজন পলিসির সুবিধা নেয়, তাহলে অপরজনের মৃত্যুর ক্ষেত্রে প্রিমিয়াম ওয়েভার পাওয়ার সুযোগ থাকছে অর্থাৎ পরের প্রিমিয়াম মকুব করে দেওয়া হবে।

৪. পলিসি হোল্ডার বা অন্য কোনও সদস্যের যদি সার্জারি হয়, তাহলে প্রিমিয়াম ওয়েভারের সুবিধা পাওয়া যাবে।

৫. চেক আপে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স ডাকা হলে সেই খরচও পাওয়া যাবে।

Next Article