Paytm-এ যুক্ত হল Artificial Intelligence, এবার Payment করা হল আরও সহজ!

Artificial Intelligence, Paytm: আপনার সুবিধার জন্য ১৫টিরও বেশি নতুন ফিচার যোগ করেছে পেটিএম। ধরুন, WhatsApp থেকে কপি করা ব্যাঙ্ক বা আইএফএস কোড এখন ‘ম্যাজিক পেস্ট’ ফিচারের মাধ্যমে অ্যাপে নিজে থেকেই ভরে যাবে। এছাড়াও রয়েছে ‘হাইড পেমেন্টস’ অপশন।

Paytm-এ যুক্ত হল Artificial Intelligence, এবার Payment করা হল আরও সহজ!
এবার আপনার খরচে লাগাম পরাবে Paytm?

Nov 12, 2025 | 6:12 PM

এবার নতুন রূপে দেখা যাবে ভারতের ফিনটেক জায়ান্ট পেটিএমের অ্যাপটিকে। এবার আর শুধু পেমেন্ট নয়। গ্রাহকদের দৈনন্দিন লেনদেনকে আরও স্মার্ট ও ব্যক্তিগত করে তুলতে এই অ্যাপে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও তার একাধিক ব্যোবহারির প্রয়োগ। এককথায়, ডিজিটাল পেমেন্টে এবার পেটিএমের হাত ধরে এল এক ‘বুদ্ধিমত্তার যুগ’।

কী কী চমক আনল এই নতুন অ্যাপ?

  • সোনার কয়েনের অফার: এবার থেকে প্রতি পেমেন্টে গ্রাহকরা পাবেন ‘গোল্ড কয়েন’। যা পরে ডিজিটাল সোনায় পরিণত করে নেওয়া যাবে। সাধারণ লেনদেনের ফলে মানুষ সঞ্চয়ও করতে যাতে পারে, এটি তারই একটা প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বাজেট: এই অ্যাপটি এখন আপনার খরচের ধরণ বুঝতে পারবে। শপিং, ইউটিলিটি বিল, ট্রাভেল বা অন্যান্য খাতে মাসিক খরচের স্বয়ংক্রিয় সারসংক্ষেপ বলে দেবে পেটিএমের এই এআই।
  • ‘টোটাল ব্যালেন্স’ সুবিধা: বিভিন্ন ব্যাঙ্কে ছড়িয়ে থাকা আপনার সমস্ত ইউপিআই সম্বলিত অ্যাকাউন্টের মোট ব্যালেন্স দেখতে পাবেন আপনি। আপনাকে প্রতিটা অ্যাকাউন্টের ব্যালেন্স আলাদা করে যোগ করে আর মোট ব্যালেন্স বের করতে হবে না।

আপনার সুবিধার জন্য ১৫টিরও বেশি নতুন ফিচার যোগ করেছে পেটিএম। ধরুন, WhatsApp থেকে কপি করা ব্যাঙ্ক বা আইএফএস কোড এখন ‘ম্যাজিক পেস্ট’ ফিচারের মাধ্যমে অ্যাপে নিজে থেকেই ভরে যাবে। এছাড়াও রয়েছে ‘হাইড পেমেন্টস’ অপশন। যার সাহায্যে আপনি আপনার প্রয়োজনমতো লেনদেনগুলি পেমেন্ট হিস্ট্রি থেকে লুকিয়ে রাখতে পারবেন।

বিশেষত ডাক্তার, জিম ট্রেনার বা অটো চালকদের মতো পেশাদারদের জন্য এসেছে ‘রিসিভ মানি উইজেট’। অ্যাপ না খুলেই এবার হোম স্ক্রিন থেকে পেমেন্ট নেওয়া যাবে। এমনকি, ১২টি দেশে থাকা অনাবাসী ভারতীয়রা তাঁদের NRE বা NRO অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই UPI পেমেন্ট করতে পারবেন।

সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন, ‘আমরা পেমেন্টকে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা দিচ্ছি। এই অ্যাপ আপনার খরচ বুঝবে, আর সেই খরচ গুছিয়ে দেবে। আপনাকে আরও ভালভাবে তা পরিচালনা করতে সাহায্যও করবে। ভারতের জন্য ভারতে তৈরি এই অ্যাপটিই আমাদের স্মার্ট পেমেন্টকে পরবর্তী ধাপে নিয়ে যাবে’।

নিয়মিত ব্যবহারকারী হিসাবে আপনি যদি গোপনীয়তা ও দ্রুততার সঙ্গে পেমেন্ট করতে চান, তবে এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্মটি আপনার ডিজিটাল জীবনকে নতুন মাত্রা দেবে, তা বলাই যায়।