AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Repo Rate: রেপো রেট কাটায় সত্যি কমবে EMI? গাড়ির লোন দিয়েই বুঝে নিন সহজ অঙ্ক

Repo Rate: তাদের দাবি, মনিটরি পলিসি কমিটির সর্বসম্মতিতেই এই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যার হাত ধরে সাধারণের ঘাড়ে থেকে কিছুটা হলেও নামবে সুদের চাপ। কমবে EMI-এর বোঝা। সস্তা হবে একাধিক ভোগ্য় পণ্য।

Repo Rate: রেপো রেট কাটায় সত্যি কমবে EMI? গাড়ির লোন দিয়েই বুঝে নিন সহজ অঙ্ক
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Feb 07, 2025 | 7:12 PM
Share

নয়াদিল্লি: প্রথমে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড়! তারপর রেপো রেট। বাজেটের পর পরই বড় সিদ্ধান্ত জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৬.৫০ শতাংশ থেকে ২৫ পয়েন্ট রেপো রেট কমিয়ে দেওয়া কথা ঘোষণা করল এই ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক।

তাদের দাবি, মনিটরি পলিসি কমিটির সর্বসম্মতিতেই এই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। যার হাত ধরে সাধারণের ঘাড়ে থেকে কিছুটা হলেও নামবে সুদের চাপ। কমবে EMI-এর বোঝা। সস্তা হবে একাধিক ভোগ্য় পণ্য।

তবে এবার রেপো রেটের হাত ধরে কি সাধারণের বাজেট আসবে চার চাকা?

সাধারণভাবে, একটি গাড়ির লোনে ১০.১৫ শতাংশ গড়ে সুদ লাগিয়ে থাকে কোনও একটি ব্যাঙ্ক। কিন্তু, ২৫ পয়েন্ট বা ০.২৫ শতাংশ রেপো রেট কমানোর মাধ্যমে এবার থেকে সুদের পরিমাণ হয়ে যাবে ৯.৯০ শতাংশ।

এবার কেউ যদি এই সুদের হারে একটি গাড়ি কিনতে ১০ লক্ষ টাকা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আগের সুদ অর্থাৎ পুরনো রীতি মেনে ১০.১৫ শতাংশ সুদের হারে সেই ব্যক্তিকে প্রতি মাসে ১৬ হাজার ৬৭৯ টাকা EMI দিতে হত। কিন্তু এখন রেপো রেট কমায়, সেই EMI দাঁড়াবে ১৬ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ প্রতি মাসের ভিত্তিতে মোট ১২৯ টাকা ছাড় পেলেন মধ্যবিত্তরা। সেই কারণে এই ছাড় যে আদৌ কোনও স্বস্তি দেবে না তাদের, মত ওয়াকিবহাল মহলের।