
নয়া দিল্লি: দেখতে দেখতেই নতুন অর্থবর্ষের প্রথম মাস শেষ। শুরু হচ্ছে মে মাস। প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মে পরিবর্তন হয়, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপরে পড়ে। এই নিয়ম না জানলে বিপাকে পড়তে হয় গ্রাহকদেরই। ১ মে থেকেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। কী কী সেই পরিবর্তন, জেনে নিন একনজরে-
১ মে থেকে বাড়তে চলেছে এটিএম থেকে টাকা তোলার চার্জ। মাসিক ফ্রি ট্রানজাকশন সীমা পার করে গেলে, প্রতিবার এটিএম থেকে টাকা তুলতে এবার থেকে ১৯ টাকা করে সার্ভিস ফি দিতে হবে। আগে এই ফি ছিল ১৭ টাকা। এছাড়া ব্যালেন্স চেক করার জন্য ৭ টাকা ফি লাগবে।
১ মে থেকে রেলের টিকিট বুকিংয়ের নিয়মেও কিছু পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে আর রিজার্ভ কামরায় ওঠা যাবে না। শুধুমাত্র জেনারেল কামরাতেই ওঠা যাবে।
ওলা, উবার ও র্যাপিডোর চার্জ বাড়তে চলেছে ১ মে থেকে। পুণেতে এবার থেকে অ্যাপ ক্যাবে উঠলেই প্রথম দেড় কিলোমিটারে ভাড়া হবে ৩৭ টাকা। এরপর প্রতি কিলোমিটারে ২৫ টাকা করে ভাড়া বাড়বে।
পরপর দুবার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এর প্রভাব গৃহ ঋণে দেখা যেতে পারে। কমতে পারে গৃহ ঋণ বা হোম লোনের সুদের হার।
১ মে থেকে ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের সুদের হারেও পরিবর্তন দেখা যেতে পারে। আরবিআই দু’বার রেপো রেট কমানোর পর, বেশিরভাগ ব্যাঙ্কই সেভিংস অ্যাকাউন্ট এবং এফডির সুদের হার কমিয়ে দিয়েছে।
প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। গত মাসেই ৫০ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। এবারও ১ মে গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হবে। সিলিন্ডারের দাম বাড়তে বা কমতে পারে।