ATM Charges Hike: ATM থেকে টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত ফি, ১ মে থেকেই বাড়ছে চার্জ

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 26, 2025 | 12:56 PM

ATM Charges Hike: রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতিই ব্যাঙ্কগুলিকে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর অনুমতি দিয়েছে। এর ফলে এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়তে চলেছে।

ATM Charges Hike:  ATM থেকে টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত ফি, ১ মে থেকেই বাড়ছে চার্জ
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: এখন অনলাইনেই অধিকাংশ লেনদেন হলেও, নগদ টাকার দরকার থাকেই। এটিএম থেকে টাকা তুলতেই হয়। তবে এবার এটিএম থেকে টাকা তোলা ব্যয়বহুল হতে চলেছে। ১ মে থেকে বাড়তে চলেছে এটিএম থেকে টাকা তোলার খরচ।

রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতিই ব্যাঙ্কগুলিকে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর অনুমতি দিয়েছে। এর ফলে এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়তে চলেছে। জানা গিয়েছে, এটিএম থেকে আর্থিক বা ফিন্যান্সিয়াল ট্রানজাকশনে ক্ষেত্রে ২ টাকা করে ফি বাড়ছে। নন-ফিন্যান্সিয়াল ট্রানজাকশনের জন্য ১ টাকা করে ফি বাড়ছে।

এবার থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ১৯ টাকা চার্জ কেটে নেওয়া হবে। আগে ১৭ টাকা চার্জ লাগত। অন্যদিকে, ব্যালেন্স চেক বা অন্য কোনও তথ্য জানতে এটিএম ব্যবহার করলে ৬ টাকার বদলে ৭ টাকা করে খরচ পড়বে আগামী ১ মে থেকে।

প্রসঙ্গত, এটিএমে প্রতি মাসে টাকা তোলার জন্য একটি নির্দিষ্ট ফি কেটে নেওয়া হয়। মেট্রো শহরে প্রথম ৫টি লেনদেনের জন্য কোনও ফি লাগে না। নন-মেট্রেো শহরগুলিতে সর্বাধিক ৩বার নিখরচায় এটিএম থেকে টাকা তোলা যায়। তারপর প্রতিবার  নিজস্ব ব্যাঙ্ক হোক বা অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার জন্য ১৭ টাকা করে ফি দিতে হয়।