
নয়া দিল্লি: ডিজিটাল যুগে ইউপিআই (UPI) বা অন্য কোনও অনলাইন মাধ্যমেই টাকার লেনদেন হয়। এখন মানিব্যাগে নগদ টাকা থাকে না বললেই চলে। তাও অনেক সময়ই নগদ টাকার দরকার পড়ে। এটিএম থেকে টাকা তুলতে হয় তখন। তবে বর্তমানে এটিএম থেকেও কিন্তু চুরি যাচ্ছে গ্রাহকদের টাকা। সামান্য একটা ভুলেই আপনি সর্বস্বান্ত হয়ে যেতে পারেন। এটিএম(ATM)-র কার্ড বা পিন নয়, এই ছোট্ট ভুলটা অনেকেই করে ফেলেন, যেখান থেকে বিরাট বিপদ হতে পারে।
এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিপ্যাড ঢেকে রাখা বা টাকা তোলার পর বারবার ক্যানসেল বাটনে চাপ দেওয়ার মতো সতর্কতা অনেকেই অবলম্বন করেন। তবে একটা ভুলে আপনার পিন বা অন্য তথ্য ফাঁস হয়ে যেতে পারে। কী এই ভুল জানেন? এটিএম থেকে টাকা তোলার পরই আপনার কাছে জিজ্ঞাসা করা হয় যে আপনার রিসিপ্টের দরকার কি না। অনেকেই ইয়েস বাটনে ক্লিক করেন, তবে ওই স্লিপ নিতে ভুলে যান বা কাগজটি ঠিক মতো নষ্ট না করেই এটিএম থেকে বেরিয়ে চলে যান।
এটিএম রিসিটে আপনার পিন বা কার্ড নম্বর সম্পূর্ণ লেখা না থাকলেও, তাতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে। এতে আপনার কার্ডের কিছুটা ডিটেইল, অ্যাকাউন্ট ব্যালেন্স, ট্রানজাকশনের তারিখ ও সময় লেখা থাকে। সাধারণ চোখে এটি অতি সাধারণ বিষয় বলে মনে হলেও, ভুল হাতে পড়লে এই তথ্য দিয়েই ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। এই তথ্য দিয়েও প্রতারকরা আপনাকে ফোন করতে পারে এবং যাবতীয় গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করতে পারে।