
‘আত্মনির্ভর ভারত’ মিশনে আরও এক বড় সাফল্য। ভারতীয় সেনা এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত নজরদারি সিস্টেমের পেটেন্ট পেল। আর এই যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেছেন ভারতীয় সেনায় কর্মরত এক আধিকারিক। তাঁর নাম কর্নেল কুলদীপ যাদব।
কী কাজ করবে এই নতুন সিস্টেম? সহজ কথায়, এটি রাডারের জন্য একটি ‘মস্তিষ্কের’ মতো কাজ করবে। কোনওরকম মানবিক হস্তক্ষেপ ছাড়াই এটি রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ করে শত্রু পক্ষের টার্গেট চিহ্নিত করতে পারবে। এর ফলে সীমান্তে নজরদারির কাজ আরও দ্রুত ও নির্ভুল হবে।
#IndianArmy has been successfully granted a patent for its in-house innovation — ‘Automatic Target Classifying System based on Artificial Intelligence’. This innovative solution will autonomously identify and classify targets on radar without the need for human intervention,… pic.twitter.com/lKzrLSjPHJ
— ADG PI – INDIAN ARMY (@adgpi) September 10, 2025
নতুন এই প্রযুক্তি প্রমাণ করে প্রযুক্তিগত আত্মনির্ভরতার দিকে কত দ্রুত এগিয়ে যাচ্ছে ভারতীয় সেনা। সেনার পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, এই সাফল্য দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনী মানসিকতাকে আরও উৎসাহিত করবে।
এই প্রযুক্তিই কর্নেল কুলদীপ যাদবের এটি প্রথম উদ্ভাবন নয়। এর আগেও তিনি দুর্ঘটনা রোধ করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেছিলেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই যন্ত্র তৈরির জন্য পেটেন্টও পেয়েছিলেন কর্নেল যাদব।
The #IndianArmy has received the patent for an ‘Accident Prevention System based on #ArtificialIntelligence’ developed indigenously by its Research & Development wing. #AatmanirbharBharat #DigitalIndia pic.twitter.com/OFfdNcc04Q
— Digital India (@_DigitalIndia) August 9, 2023
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই নতুন প্রযুক্তি দেশের সুরক্ষা ব্যবস্থাকে নতুন এক মাত্রা দেবে। বিশেষ করে দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তা আরও জোরদার হবে। এটি প্রমাণ করে যে, ভারতীয় সেনা এখন শুধু বিশ্বের সেরা প্রযুক্তির ব্যবহারকারীই নয়, প্রযুক্তির উদ্ভাবকও বটে।