X Handle: এবার এক্স হ্যান্ডেলেও মিলবে অডিয়ো, ভিডিয়ো কলিংয়ের সুবিধা

Audio-video call: প্রথমে অ্যাপটি আপডেট করতে হবে। তারপর সেটিংসে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যেতে হবে। সেখান থেকে ডিরেক্ট মেসেজে যেতে হবে। সেখান অডিয়ো ও ভিডিয়ো কলিং এনাবেল করতে হবে। এরপর কাউকে ডিরেক্ট মেসেজে (DM) ক্লিক করলে ডানদিকে উপরে কর্ণারে ফোনের আইকন পাওয়া যাবে।

X Handle: এবার এক্স হ্যান্ডেলেও মিলবে অডিয়ো, ভিডিয়ো কলিংয়ের সুবিধা
অডিয়ো ও ভিডিয়ো কলের সুবিধা পাওয়া যাবে এক্স হ্যান্ডেলে।Image Credit source: TV9 Bangla

| Edited By: Sukla Bhattacharjee

Oct 26, 2023 | 7:45 PM

নিউ ইয়র্ক: হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অনেক আগে থেকেই অডিয়ো কলিং ও ভিডিয়ো কলিংয়ের সুবিধা রয়েছে। এবার এই সুবিধা পাওয়া যাবে টুইটার ওরফে X হ্যান্ডেলেও। অর্থাৎ ফোন নম্বর ছাড়াই X হ্যান্ডেলের ব্যবহারকারীদের ফোন করা যাবে। X হ্যান্ডেলের কর্ণধার এলন মাস্ক স্বয়ং টুইট করে খবরটি নিশ্চিত করেছেন। শীঘ্রই X হ্যান্ডেলের নতুন ভার্সন চালু হবে এবং সকলের জন্য অডিয়ো ও ভিডিয়ো কলিং পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন তিনি (Elon Musk)।

মার্কিন ধনকুবের এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে হ্যান্ডেলের নাম বদল থেকে একাধিক বদল এনেছেন। ফোন নম্বর ছাড়াই X হ্যান্ডেলে অডিয়ো ও ভিডিয়ো কলিং পরিষেবা শীঘ্রই শুরু হবে বলে চলতি বছরের অগস্টে জানিয়েছেন কোম্পানির লিইও লিন্ডা ইয়াকারিনো। এবার এই বিষয়ে সিলমোহর দিলেন এলন মাস্ক স্বয়ং।

কীভাবে X হ্যান্ডেলে অডিয়ো ও ভিডিয়ো কল হবে?

মাইক্রোব্লগিং ওয়েবসাইটের তরফে শেয়ার করা একটি স্ক্রিনশট দেখা যাচ্ছে যে, অডিয়ো এবং ভিডিয়ো কলিং করার অপশনটি সেটিংসের মধ্যে রয়েছে। এছাড়া কাদের কল গ্রহণ করবে, সেটা বেছে নেওয়ারও অপশন রয়েছে।

প্রথমে অ্যাপটি আপডেট করতে হবে। তারপর সেটিংসে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যেতে হবে। সেখান থেকে ডিরেক্ট মেসেজে যেতে হবে। সেখান অডিয়ো ও ভিডিয়ো কলিং এনাবেল করতে হবে। এরপর কাউকে ডিরেক্ট মেসেজে (DM) ক্লিক করলে ডানদিকে উপরে কর্ণারে ফোনের আইকন পাওয়া যাবে।