AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Auto9 Awards 2026: সেরা গাড়ি থেকে বাইক, এবার সেরার সেরা পুরস্কার তুলে দেবে TV9 নেটওয়ার্ক, থাকবেন নিতিন গডকরীও!

Nitin Gadkari, Auto9 Awards: ভারতের অটোমোটিভ উৎকর্ষের সবচেয়ে বড় মঞ্চ হিসাবে যাতে গড়ে ওঠে অটো নাইন অ্যাওয়ার্ডস, সেই লক্ষ্যই নিয়েছে টিভি নাইন নেটওয়ার্ক। গাড়ি, মোটর বাইক, অটোমোটিভ কোম্পানি, উদ্ভাবক ও বিভিন্ন ব্যক্তিত্বকে পুরষ্কৃত করবে TV9 নেটওয়ার্ক। মোট ৪০টি ক্যাটেগরিতে দেওয়া হবে এই পুরস্কার।

Auto9 Awards 2026: সেরা গাড়ি থেকে বাইক, এবার সেরার সেরা পুরস্কার তুলে দেবে TV9 নেটওয়ার্ক, থাকবেন নিতিন গডকরীও!
সেরা গাড়ি কোনটা?
| Updated on: Jan 19, 2026 | 2:25 PM
Share

ভারতের অটোমোটিভ ও মোবিলিটি জগতের সেরা সাফল্যকে সম্মান জানাতে ও উদযাপন করতে তৈরি TV9 নেটওয়ার্ক। আগামী ২১ জানুয়ারি, বুধবার দিল্লির ঐতিহ্যবাহী তাজ প্যালেসে অনুষ্ঠিত হতে চলেছে Auto9 Awards 2026। এই বিরাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী।

ভারতের অটোমোটিভ উৎকর্ষের সবচেয়ে বড় মঞ্চ হিসাবে যাতে গড়ে ওঠে অটো নাইন অ্যাওয়ার্ডস, সেই লক্ষ্যই নিয়েছে টিভি নাইন নেটওয়ার্ক। গাড়ি, মোটর বাইক, অটোমোটিভ কোম্পানি, উদ্ভাবক ও বিভিন্ন ব্যক্তিত্বকে পুরষ্কৃত করবে TV9 নেটওয়ার্ক। মোট ৪০টি ক্যাটেগরিতে দেওয়া হবে এই পুরস্কার। এর মধ্যে রয়েছে প্রোডাক্টস, মিডিয়া ও কমিউনিকেশন, ন্যাশনাল ইমপ্যাক্ট ও লিডারশিপ, বিজনেস ও ইকোসিস্টেম এবং ইলেকট্রিক ভেহিকল ও ইনোভেশন।

কোন গাড়ি বা বাইক পাবে এই পুরস্কার? এই সেক্টরে যোগ্যতার ক্ষেত্রে নিয়ম অত্যন্ত কড়া। শুধুমাত্র ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে লঞ্চ হওয়া বা ডেলিভারি শুরু করা গাড়ি ও বাইকই এই পুরষ্কারের জন্য বিবেচিত হয়েছে। মূল্যায়নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল স্বচ্ছতা ও বাস্তব পরীক্ষা। প্রায় ৫৮টি গাড়ি ও টু-হুইলারকে গ্রেটার নয়ডার বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে ট্র্যাক ও পরীক্ষা করা হয়েছে। পারফরম্যান্স, সেফটি, টেকনোলজি ও এফিসিয়েন্সির মতো একাধিক মানদণ্ডে বিচার করে তারপরই এই পুরস্কার দেওয়া হচ্ছে।

৩০ সদস্যের বিশেষজ্ঞ জুরি বোর্ড এই পুরো প্রক্রিয়াটি তদারকি করেছেন। এর মধ্যে রয়েছেন অভিজ্ঞ অটোমোটিভ সাংবাদিক, ইঞ্জিনিয়ার ও ইন্ডাস্ট্রি লিডাররা। পুরস্কারের পাশাপাশি থাকবে প্যানেল ডিসকাশন ও ফায়ারসাইড চ্যাট। সন্ধ্যার বিশেষ আকর্ষণ কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকরীর ভাষণ। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতেই শেষ হবে এই জাঁকজমকপূর্ণ উদযাপন।