
ভারতে তৈরি অটোমোবাইলের চাহিদা বেড়েই চলেছে বিশ্ব বাজারে। বিদেশের বাজারে যাত্রীবাহী গাড়ি, দুই চাকা এবং বাণিজ্যিক যানবাহনের সেই জোরালো চাহিদার কারণে গত ২০২৪-২৫ অর্থবছরে অটোমোবাইল রপ্তানিতে প্রায় ১৯ শতাংশ গ্রোথ দেখেছে ভারত। যা বেড়ে হয়েছে ৫.৩ মিলিয়ন ইউনিটেরও বেশি।
২০২৩-২৪ অর্থবছরে ৩১ মার্চ যেখানে রপ্তানির পরিমাণ ছিল ৪.৫ মিলিয়ন ইউনিট, সেখানে গত অর্থবছরে সেই রপ্তানি ছিল ৫.৪ মিলিয়ন ইউনিট।
যাত্রীবাহী যানবাহনের রপ্তানি গত অর্থবছরে ১৫ শতাংশ বেড়ে ৭,৭০,৩৬৪ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৬,৭২,১০৫ ইউনিট।
শিল্প সংস্থা সিয়াম জানিয়েছে, ভারতে উৎপাদিত বিশ্বব্যাপী মডেলের চাহিদার কারণে গত অর্থবছরে এই বিভাগটি তাঁদের সেরা বার্ষিক কর্মক্ষমতা প্রকাশ করেছে।
উৎপাদন মানের উন্নতির সঙ্গে সঙ্গে, কিছু কোম্পানি উন্নত বাজারে রপ্তানিও শুরু করেছে।
ইউটিলিটি যানবাহনের রপ্তানি ৩,৬২,১৬০ ইউনিট প্রেরণের ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে। যা অর্থবছরের তুলনায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত অর্থচবছরে এই পরিমাণ ছিল ২,৩৪,৭২০ ইউনিট।
গত অর্থবছরের থেকে দুই চাকার গাড়ির রপ্তানি বেড়েছে ২১ শতাংশ। দাঁড়িয়েছে ৪,১৯৮,৪০৩ ইউনিটে। যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩,৪৫৮,৪১৬ ইউনিট।
সিয়াম জানায়, নতুন মডেল এবং নতুন বাজার দুই চাকার যানবাহন রপ্তানির পরিধি সম্প্রসারণে সহায়তা করেছে। আফ্রিকান অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ল্যাটিন আমেরিকার চাহিদা এই প্রবৃদ্ধিকে সমর্থন করেছে। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে তিন চাকার গাড়ির রপ্তানি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ৩,১০,০০০ ইউনিট চালান হয়েছে।
গত অর্থবছরে বাণিজ্যিক যানবাহন রপ্তানি ২৩ শতাংশ বেড়ে ৮০,৯৮৬ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৫,৮১৮ ইউনিট।
সিয়াম বলেন, ‘ভারতে তৈরি’ যানবাহনের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলির মতো গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি চাহিদা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
সিয়ামের সভাপতি শৈলেশ চন্দ্র বলেন, “রপ্তানির ক্ষেত্রে, সকল বিভাগে, বিশেষ করে যাত্রীবাহী যানবাহন এবং দুই-চাকার যানবাহনে বেশ উন্নতি দেখা গিয়েছে। যা উন্নত বিশ্বব্যাপী চাহিদা এবং ভারতের ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রতিফলন।”