Interest Rates Hike: FD-তে সুদের হার বাড়াল আরও একটি বেসরকারি ব্যাঙ্ক, লাভ পাবেন আমানতকারীরা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 11, 2023 | 6:20 PM

Interest Rates Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল অ্যাক্সিস ব্যাঙ্ক। ২ বছর থেকে ৩০ মাস মেয়াদী আমানতে প্রবীণ ব্যক্তিরা সর্বোচ্চ ৮.০১% এবং সাধারণ ব্যক্তিরা ৭.২৬% পর্যন্ত সুদ পাবেন।

Interest Rates Hike: FD-তে সুদের হার বাড়াল আরও একটি বেসরকারি ব্যাঙ্ক, লাভ পাবেন আমানতকারীরা
প্রতীকী ছবি

Follow Us

এক অর্থবর্ষে ছয়বার রেপো রেট বৃদ্ধি করল ভারতের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। গত বুধবার ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। বর্তমান রেপো রেট হয়েছে ৬.৫০ শতাংশ। এরপরই বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) ২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতে বাড়াল সুদের হার (Interest Rates)। আর আজ অর্থাৎ, ১১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এই নয়া সুদের হার। বর্তমানে ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্ক ৩.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত দিচ্ছে সুদ। সেখানে প্রবীণ নাগরিকরা এই মেয়াদের স্থায়ী আমানতে পাবেন ৬ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ। ২ বছর থেকে ৩০ মাস মেয়াদী আমানতে প্রবীণ ব্যক্তিরা সর্বোচ্চ ৮.০১% এবং সাধারণ ব্যক্তিরা ৭.২৬% পর্যন্ত সুদ পাবেন।

২ কোটি টাকার নীচে বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের বর্তমান সুদের হার :

৭ দিন থেকে ৪৫ দিনের জন্য: ৩.৫০ শতাংশ

৪৬ দিন থেকে ৬০ দিনের জন্য : ৪ শতাংশ

৬১ দিন থেকে ৩ মাসের জন্য: ৪.৫০ শতাংশ

৩ মাস থেকে ৬ মাসের জন্য: ৪.৭৫ শতাংশ

৬ মাস থেকে ৯ মাসের জন্য: ৫.৭৫ শতাংশ

৯ মাস থেকে ১২ মাসের জন্য: ৬ শতাংশ

১ বছর থেকে ১ বছর ২৪ দিনের জন্য: ৬.৭৫ শতাংশ

১ বছর ২৫ দিন থেকে ১৩ মাসের জন্য: ৭.১০ শতাংশ

১৩ মাস থেকে ২ বছরের জন্য: ৬.৭৫ শতাংশ

২ বছর থেকে ৩০ মাসের জন্য: ৭.২৬ শতাংশ

৩০ মাস থেকে ১০ বছরের জন্য: ৭ শতাংশ

৬ মাস থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানতের জন্য প্রবীণ নাগরিকরা সাধারণ সুদের হারের থেকে অতিরিক্ত সুদ পাবেন।

Next Article