Health Insurance: বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দিচ্ছে সরকার, কীভাবে আবেদন করবেন, ধাপে ধাপে জেনে নিন…

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 15, 2024 | 8:57 AM

Ayushman Bharat Scheme: সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, যারা আগে থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত রয়েছেন, তাদের পরিবারিক ৫ লক্ষ টাকার বিমার পাশাপাশি ৭০ ও তার বেশি বয়সী সদস্যদের অতিরিক্ত ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার কভারেজ দেওয়া হবে।

Health Insurance: বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দিচ্ছে সরকার, কীভাবে আবেদন করবেন, ধাপে ধাপে জেনে নিন...
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: সাধারণ ও গরিব মানুষের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। দেশের সতরোর্ধ্ব সমস্ত প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যবিমার আওতায় আনার ঘোষণা করেছে সরকার।  আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে প্রবীণ ব্যক্তিরা বার্ষিক ৫ লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুরক্ষা পাবেন। সরকার জানিয়েছে, এই স্কিমের আওতায় ৬ কোটি প্রবীণ মানুষ উপকৃত হবেন। সুবিধার জন্য বয়স্ক মানুষদের একটি নতুন কার্ড দেওয়া হবে।

সরকারের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, যারা আগে থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত রয়েছেন, তাদের পরিবারিক ৫ লক্ষ টাকার বিমার পাশাপাশি ৭০ ও তার বেশি বয়সী সদস্যদের অতিরিক্ত ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার কভারেজ দেওয়া হবে। এই বিমার অঙ্ক পরিবারের অন্য কোনও সদস্যের সঙ্গে ভাগ করতে হবে না।

অন্যদিকে, বাকিরাও এই সরকারি স্কিমের অধীনে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাবেন। যারা ইতিমধ্যেই সরকারি অন্য কোনও স্বাস্থ্য স্কিমের সুযোগ পান, তারাও আয়ুষ্মান ভারত প্রকল্প বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে অনেকেরই মনে প্রশ্ন, কারা এই স্কিমে আবেদন করতে পারবেন? কী কী প্রয়োজন আবেদনের জন্য? এই সমস্ত কিছুই জেনে নিন এক নজরে-

কারা আবেদন করতে পারবেন?

জনজাতি বা উপজাতি গোষ্ঠীর সদস্য।

আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি।

পিছিয়ে পড়া আদিবাসী শ্রেণি।

কুঁড়েঘরে থাকা পরিবার।

আবেদন করতে পারবেন কি না, কীভাবে দেখবেন?

প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

এরপর “অ্যাম আই এলিজিবল” সেকশনে ক্লিক করুন।

এবার আপনার ফোন নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করুন।

ফোনে ওটিপি এলে, সেই ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

এতেই দেখা যাবে আপনি এই প্রকল্পে আবেদনের যোগ্য কি না।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।

PMJAY কিয়স্ক থেকে আধার কার্ড বা রেশন কার্ড ভেরিফাই করান।

পরিবারের পরিচয়পত্র জমা দিন।

এবার ইউনিক আইডির ই-কার্ড প্রিন্ট করান।

Next Article