
মানুষ মাত্রেই বড়লোক হতে চায়। বেশিরভাগ মানুষই চায় কিছুদিন চাকরিবাকরি করে টাকা জমিয়ে নিয়ে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে। কিন্তু তাদের এই স্বপ্ন সত্যি হয় না কেন? বর্তমান প্রজন্মের অনেকেই ইতিমধ্যে কর্মজীবনের সেরা জায়গায় রয়েছে। তবুও তারা একটা দারুণ তহবিল গড়ে তুলতে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে কেবল অর্থনৈতিক চাপই নয়, সেই সব মানুষদের আচরণগত বেশ কিছু অভ্যাসও দায়ী।
অর্থনৈতিক উপদেষ্টারা বলছেন, আয়ের সঙ্গে সঙ্গে খরচও বাড়তে থাকলে সঞ্চয় ও বিনিয়োগের দিকে সেভাবে নজর যায় না। মাইন্ডফুল ফাইন্যান্সিয়াল পার্টনার্সের প্রতিষ্ঠাতা মেলিসা মারফি বলছেন, আয় বাড়লে অনেকেই সঞ্চয় বাড়ানোর বদলে জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে খরচ করে ফেলেন। আর এই মানসিকতা থেকেই দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে দেরি হয়। ফলে আয় বাড়লে সঞ্চয় ও খরচের মধ্যে একটি ভারসাম্য রেখে সব কাজ করা উচিত।
অনেক পরিবার আবার বুঝতেই পারে না তাদের মাসিক ঠিক কত টাকা খরচ হয়। আর এর একটা বড় কারণ হল যে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় পরিকল্পনা ছাড়া ও হঠাৎ করেই। এ ছাড়াও হঠাৎ তহবিল থেকে টাকা তোলার মতো কাজও করে তারা।
ফলে, বিশেষজ্ঞরা বলেন, যে কোনও পরিবারের টাকা জমানোর ক্ষেত্রে জন্য মূল চাবিকাঠি হল সচেতনতার সঙ্গে ব্যয় করা, কোনও কিছু কেনার আগে সঠিক বাজেট করা ও বিভিন্ন খাতে বিনিয়োগ। আর এই ধরনের অভ্যাস তৈরি হলে সম্পদ শুধু তৈরি হবে এমন নয়, আগামীর উপার্জনের পথও প্রশস্ত হয়ে যাবে।