TCS-র কর্মীদের জন্য খারাপ খবর, এই বছর কি বেতনই বাড়বে না আর?

TCS: টিসিএসের পলিসি বা নীতি বদল নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল কিছুদিন আগে। বেঞ্চিং পিরিয়ড কমিয়ে দেওয়া হয়েছে, কোনও প্রজেক্ট না পেলে, বেতন বৃদ্ধিও হবে না, এ কথাও সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। এবার বেতন বৃদ্ধি নিয়েও অনিশ্চয়তা তৈরি হল। 

TCS-র কর্মীদের জন্য খারাপ খবর, এই বছর কি বেতনই বাড়বে না আর?
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image

|

Jul 12, 2025 | 4:13 PM

নয়া দিল্লি: নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে। এখনও বাড়ল না বেতন। দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টিং সার্ভিসের হাল এমনই। কবে বেতন বাড়বে টিসিএসের কর্মীদের, তা নিয়ে স্পষ্ট উত্তর দিতে পারলেন না টিসিএসের চিফ এইচআর-ও।

এমনিতেই টিসিএসের পলিসি বা নীতি বদল নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল কিছুদিন আগে। বেঞ্চিং পিরিয়ড কমিয়ে দেওয়া হয়েছে, কোনও প্রজেক্ট না পেলে, বেতন বৃদ্ধিও হবে না, এ কথাও সাফ জানিয়ে দেওয়া হয়েছিল। এবার বেতন বৃদ্ধি নিয়েও অনিশ্চয়তা তৈরি হল।

মার্চ মাসের শেষেই প্রতিটি সংস্থায় হয়ে যায় কর্মীদের কাজের পর্যালোচনা। তারপর এর ভিত্তিতেই বেতন বাড়ে কর্মীদের। প্রতি বছরই এই নিয়মে বেতন বৃদ্ধি করা হয়। তবে এই বছর ব্যতিক্রম। জুলাই মাস হয়ে গেলেও, এখনও বেতন বৃদ্ধি হয়নি টিসিএসের কর্মীদের।

চলতি সপ্তাহেই টিসিএসের চিফ এইচআর মিলিন্দ লক্কর বলেন যে চলতি বছরে কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কী কারণে বেতন বৃদ্ধিতে এত দেরি হচ্ছে, সেই বিষয়ে কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। তবে বৈশ্বিক আর্থিক ও  ভূ-রাজনৈতিক অস্থিরতার দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। তিনি বলেন, “যদি পরিস্থিতির উন্নতি হয়, আমরা যথাসম্ভব সেরা বেতন বৃদ্ধি করব।”

প্রসঙ্গত, একাধিক দেশের মধ্যে সংঘাত,  বৈশ্বিক অস্থিরতার কারণে দেশের আইটি সেক্টরগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এবার টিসিএস সবথেকে কম বেতন বৃদ্ধি করতে পারে। সর্বাধিক ৪ থেকে ৮ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে টিসিএসের কর্মীদের, যা বিগত ৪ বছরে সর্বনিম্ন।

২০২২ অর্থবর্ষে টিসিএস ১০.৫ শতাংশ বেতন বৃদ্ধি করেছিল। ২০২৩ অর্থবর্ষে ৬ থেকে ৯ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল, গত অর্থবর্ষে কর্মীদের বেতন বেড়েছিল ৭ থেকে ৯ শতাংশ।