Credit Cards: বাংলাদেশি ক্রেডিট কার্ডে ছেয়ে যাচ্ছে ভারতের বাজার, হু হু করে বাড়ছে লেনদেন

Credit Cards: প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসেন একটা বড় অংশের মানুষ। কলকাতা থেকে বেঙ্গালুরু, চেন্নাই। চিকিৎসার জন্য বাংলাদেশের পছন্দ তালিকায় সর্বদাই উপরের দিকে রয়েছে এইসব শহর।

Credit Cards: বাংলাদেশি ক্রেডিট কার্ডে ছেয়ে যাচ্ছে ভারতের বাজার, হু হু করে বাড়ছে লেনদেন
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 16, 2024 | 7:31 PM

কলকাতা: বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের হাত ধরে যে টাকা খরচ করেন তার আড়াই গুণের বেশি বাংলাদেশিরা বিদেশে গিয়ে খরচ করে দেন। এমনই বলছে বাংলাদেশ ব্যাঙ্কের তথ্য। তাতেই দেখা যাচ্ছে ২০২৩ সালের নভেম্বর মাসে যে সমস্ত বিদেশি নাগরিক বাংলাদেশে ঘুরতে এসেছিলেন তাঁরা খরচ করেছিলেন ১৯৪ কোটি টাকা। সেখানে বাংলাদেশিরা বিদেশে গিয়ে খরচ করেছেন ৪৮৭ টাকা। সবথেকে বেশি খরচ হয়েছে ভারতে। তারপরই খরচের তালিকায় বাংলাদেশিদের সবথেকে বেশি পছন্দ আমেরিকা।

প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য আসেন একটা বড় অংশের মানুষ। কলকাতা থেকে বেঙ্গালুরু, চেন্নাই। চিকিৎসার জন্য বাংলাদেশের পছন্দ তালিকায় সর্বদাই উপরের দিকে রয়েছে এইসব শহর। তথ্য় বলছে, শুধুমাত্র গত নভেম্বর মাসে বাংলাদেশিরা ভারতে এসে খরচ করেছেন ৮৭ কোটি টাকা। সেখানে আমেরিকায় গিয়ে তাঁরা খরচ করেছেন ৭৩ কোটি। অক্টোবরে সেই পরিমাণটা ছিল ৭৯ কোটি টাকা। 

বাংলাদেশ ব্যাঙ্কের তথ্য ও পরিসংখ্যান বিভাগের তরফে দেশের ৪৩টি ব্যাঙ্কের তথ্য ও ১ একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সামগ্রিক তথ্য সামনে আনা হয়েছে। প্রতি মাসেই সামনে আনা হয় এই রিপোর্ট। তবে পরিসংখ্যান এও বলছে গত বছরের শেষ থেকে বিদেশে গিয়ে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের হাত ধরে খরচের পরিমাণ কমছে। তথ্য বলছে, অক্টোবর মাসে বিদেশের মাটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মোট খরচ ছিল ৫৩৯ কোটি টাকা। নভেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে ৪৮৭ কোটি টাকা।