পেনশন তোলা হোক বা সার্টিফিকেট সম্বন্ধিত কোনও কাজে প্রতি মাসে ব্যাঙ্কর দ্বারস্থ হতেই হয়। আর মাসের শুরুতে ব্যাঙ্কের লাইনে মাথা ঘোরার জোগাড়। তার মধ্যে যদি ছুটির দিন না দেখেই ভুল করে ব্যাঙ্কে হাজির হন তাহলে তো হয়রানির শেষ থাকে না। ব্যাঙ্কে যাওয়ার খাটনিই বেকার যায়। তাই আগে থাকতেই ব্যাঙ্কের ছুটির তালিকায় চোখ বুলিয়ে যাওয়াই ভাল। আগামী জুন মাসে বেশ কয়েকদিনের জন্য বন্ধ থাকবে কিছু সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। মোট ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তার মধ্যে ছয়দিন সপ্তাহান্তের ছুটি। এই মাসে দু’দিন রয়েছে অতিরিক্ত ছুটি। আর প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার যে ব্যাঙ্ক বন্ধ থাকে তা তো সকলেরই জানা।
জুনের ছুটির তালিকা :
২ জুন, ২০২২ : বৃহস্পতিবার মহারানা প্রতাপ জয়ন্তী (শিলং)
৫ জুন, ২০২২ : রবিবার
১১ জুন, ২০২২ : মাসের দ্বিতীয় শনিবার
১২ জুন, ২০২২ : রবিবার
১৫ জুন, ২০২২ : বুধবার, YMA দিবস/গুরু হরগোবিন্দ জির জন্মদিন/রাজা সংক্রান্তি (আইজল, ভুবনেশ্বর, জম্মু, শ্রীনগর)
১৯ জুন, ২০২২ : রবিবার
২৫ জুন, ২০২২ : মাসের চতুর্থ শনিবার
২৬ জুন, ২০২২ : রবিবার
অনেক সময়ই ছুটির দিন মাথায় থাকে না বহু মানুষেরই। তাই শত ব্যস্ততার মধ্যেও হয়ত গিয়ে হাজির হন ব্যাঙ্কে। কিন্তু দেখা যায় কোনও বিশেষ কারণে ব্যাঙ্ক বন্ধ রয়েছে। তারপর মুখ ভারী করে বা ফাঁকা হাতেই ফিরতে হয় বাড়িতে। আবার ব্যাঙ্কে যাওয়ার জন্য নিজের দৈনিক রুটিনের যে কাজটা সরিয়ে রেখেছিলেন সেই কাজটাও বাকি থেকে যায়। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ভাল করে ব্যাঙ্কের ছুটির দিন যাচাই করে যাওয়াই শ্রেয়।