Bank Holidays In August 2022 : অগস্টে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 23, 2022 | 3:00 PM

Bank Holidays In August 2022 : অগস্টে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। এর মধ্যে ১৫ অগস্ট দেশ জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে স্বাধীনতা দিবসের কারণে।

Bank Holidays In August 2022 : অগস্টে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
ফাইল ছবি

Follow Us

হাজারো ব্যস্ততার মধ্যেও নগদ সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যাঙ্কের দ্বারস্থ হতেই হয়। ব্যাঙ্কে যাওয়ার আগে একবার ছুটির তালিকায় চোখ বুলিয়ে যাওয়াই শ্রেয়। রিজার্ভ ব্যাঙ্কের তরফে ইতিমধ্যেই অগস্ট মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত ক্য়ালেন্ডার অনুযায়ী, অগস্টে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ। সাধারণত, প্রতি সপ্তাহের রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি। এছাড়াও গেজেট ছুটি, বিধিবদ্ধ ছুটির দিন সরকারি ও বেসরকারি ব্য়াঙ্কের দরজা বন্ধ থাকে। এসব ছুটি ছাড়াও বিভিন্ন রাজ্যের কোনও আঞ্চলিক উৎসব উপলক্ষে বন্ধ থাকে ব্যাঙ্কের কাজকর্ম। তাই সেইসব দিন বাদ দিয়ে ব্যাঙ্কের কাজ রাখা শ্রেয়। এক নজরে দেখে নিন অগস্ট মাসের ছুটির তালিকা :

ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটির তালিকা :

৭ অগস্ট – রবিবার
১৩ অগস্ট – দ্বিতীয় শনিবার
১৪ অগস্ট – রবিবার
২১ অগস্ট – রবিবার
২৭ অগস্ট – চতুর্থ শনিবার
২৮ অগস্ট – রবিবার

অন্যান্য জাতীয় ও আঞ্চলিক ছুটির দিন :

১ অগস্ট – দ্রুকপা সে-জি (সিকিমের)
৯ অগস্ট – (মঙ্গলবার)- মহরম
১১ এবং ১২ অগস্ট : রক্ষাবন্ধন
১৫ অগস্ট : স্বাধীনতা দিবস
১৬ অগস্ট : পারসি নববর্ষ (বেলাপুর, মুম্বই ও নাগপুর)
১৮ অগস্ট : জন্মাষ্টমী (ভুবনেশ্বর, দেহরাদুন, কানপুর ও লখনউ)
১৯ অগস্ট : জন্মাষ্টমী
২০ অগস্ট : শ্রী কৃষ্ণ অষ্টমী (শুধুমাত্র হায়দরাবাদ)
২৯ অগস্ট : শ্রীমন্ত শঙ্করদেবের তিথি (শুধুমাত্র গোয়া)
৩১ অগস্ট : গণেশ চতুর্থী/ বিনয়াকর চতুর্থী (আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর ও পানাজি)

১৫ অগস্ট দেশে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে স্বাধীনতা দিবসের কারণে।

Next Article