কোনও অর্থবর্ষে গুরুত্বপূর্ণ মাস হল মার্চ। কারণ অর্থবর্ষের শেষ মাস হওয়ার কারণে মার্চে অনেক বেশি কাজ থাকে। আর এই মাসেও হোলি, দোলের কারণে অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। তাই আগেভাগে নিজের কাজগুলি করে ফেলতে হবে। প্রতিবারের মতো এই মাসের ব্যাঙ্কে ছুটির তালিকা রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশ করা হয়েছে। তাই ব্যাঙ্কের দোরগোড়া থেকে ফিরে আসার আগে একবার ব্যাঙ্কের ছুটির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া ভাল।
আপনাকে যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তাহলে অবিলম্বে সেরে ফেলুন। আগামী মার্চ মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০২৩ সালের মার্চ মাসে দোল সহ অনেকগুলি উৎসব রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মার্চ মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। মার্চ মাসে সাপ্তাহিক ছুটি সহ মোট ১২ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
মার্চ মাসে এই তারিখগুলিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে:
৩ মার্চ – চাপচর কুট উপলক্ষে মণিপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
৫ মার্চ – রবিবার (সাপ্তাহিক ছুটি)
৭ মার্চ – হোলি / হোলিকা দহন / দোল যাত্রা
৮ মার্চ – ধুলেতি / দোল যাত্রা / হোলি / ইয়াওসাং (দ্বিতীয় দিন)
৯ মার্চ – হোলি (পাটনা)
১১ মার্চ – দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)
১২ মার্চ- রবিবার (সাপ্তাহিক ছুটি)
১৯ মার্চ- রবিবার (সাপ্তাহিক ছুটি)
২২ মার্চ- গুড়ি পাদওয়া/উগাদি/বিহার দিবস/১লা নবরাত্রি/তেলেগু নববর্ষ
২৫ মার্চ- চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটি)
২৬ মার্চ – রবিবার(সাপ্তাহিক ছুটি) সাপ্তাহিক ছুটি)
৩০ মার্চ – রাম নবমী