e

নয়া দিল্লি: জল্পনা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার নাকি কাজও শুরু হয়ে গেল। দেশের দুই ব্যাঙ্কে আসছে বড় বদল। দুই ব্যাঙ্ক এক হয়ে যাবে। সূত্রের খবর, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (UBI) ও ব্যাঙ্ক অব ইন্ডিয়া (BoI)-র মার্জার বা একত্রীকরণের প্রাথমিক পর্যায় শুরু হয়ে গিয়েছে। এমনটাই সূত্রের খবর।
শোনা যাচ্ছে, দুই ব্যাঙ্কই তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও অপারেশনাল ইন্টিগ্রেশনের কাজ শুরু করে দিয়েছে। এই বছরের শেষের মধ্যে দুই ব্যাঙ্কের মার্জার প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাঙ্ক আধিকারিক বলেছেন, “সরকার ছোট ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাঙ্কের সঙ্গে একত্রিত করে দিতে চায়। বর্তমানে ১২টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক রয়েছে, তা একত্রিত করে ৪-৫টি বড় পিএসইউ ব্যাঙ্ক তৈরির পরিকল্পনা রয়েছে।”
যদি এই দুই ব্যাঙ্ক এক হয়ে যায়, তাহলে গ্রাহকের সংখ্যা বিপুল বাড়বে। দেশের দ্বিতীয় বৃহত্তম পিএসইউ ব্যাঙ্ক হতে চলেছে এটি, ব্যাঙ্কের অ্যাসেট বা মূলধন ২৫.৪ লক্ষ কোটি টাকা হবে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও এইচডিএফসি ব্যাঙ্কের পর এটিই তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হতে চলেছে।
মার্কেট ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রেও ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-কে পিছনে ফেলে এই ব্যাঙ্ক ষষ্ঠ র্যাঙ্ক করবে। তবে দুই ব্যাঙ্কেরই কোর ব্যাঙ্কিং সিস্টেম আলাদা। তাই মার্জারের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে সরকার মেগা মার্জারের উদ্যোগ নিয়েছিল। সেই সময় ১০টি পাবলিক সেক্টর ব্য়াঙ্ক মিলিত হয়ে ৪টি বড় ব্য়াঙ্ক হয়। রাজ্য পরিচালিত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে ১২-তে নেমে আসে।