Bank Nomination: এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ নমিনি! কতটা সমস্যা বাড়বে আপনার?

4 Nominees in Your Bank Account: নয়া নিয়মে গ্রাহকরা আরও বেশি সুবিধা ও স্বচ্ছতা পাবেন। আপনি এবার থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকারের জন্য সর্বোচ্চ ৪ জন নমিনি রাখতে পারবেন। আর নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে 'ব্যাঙ্কিং আইন (সংশোধনী) অ্যাক্ট, ২০২৫'-এর অধীনে।

Bank Nomination: এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪ নমিনি! কতটা সমস্যা বাড়বে আপনার?
ব্যাঙ্কের নতুন নিয়ম, কতটা চাপে গ্রাহকরা?Image Credit source: Getty Images

Oct 24, 2025 | 6:10 PM

২০২৫ সালের ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের নমিনেশনের নিয়ম। বৃহস্পতিবার অর্থাৎ ২৩ অক্টোবর কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই ঘোষণা করেছে। তাদের জারি করা নয়া নিয়মে গ্রাহকরা আরও বেশি সুবিধা ও স্বচ্ছতা পাবেন। আপনি এবার থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা লকারের জন্য সর্বোচ্চ ৪ জন নমিনি রাখতে পারবেন। আর নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে ‘ব্যাঙ্কিং আইন (সংশোধনী) অ্যাক্ট, ২০২৫’-এর অধীনে।

সাধারণ ডিপোজিট অ্যাকাউন্টে এই ক্ষেত্রে দুটি বিকল্প থাকছে। একটিতে আপনি একসঙ্গে একাধিক নমিনেশন করতে পারবেন বা ‘ক্রমিক’ নমিনেশন করতে পারেন। ক্রমিকের ক্ষেত্রে প্রথম নমিনির মৃত্যু হলে তবেই দ্বিতীয় নমিনি সক্রিয় হবেন। আর একসঙ্গে নমিনি হলে, নমিনিদের মধ্যে ১০০ সম্পদের কে কতটা পাবেন, সেই ভাগ করে দিতে হবে।

তবে সেফটি লকার বা সেফ কাস্টডির ক্ষেত্রে শুধু ‘ক্রমিক’ নমিনেশনই গ্রাহ্য হবে। অর্থাৎ, প্রথম নমিনির মৃত্যুর পরেই দ্বিতীয়জন সক্রিয় হবেন।

সরকারের লক্ষ্য, এর মাধ্যমে দাবি নিষ্পত্তি বা Claim Settlement-এর ক্ষেত্রে অভিন্নতা আনা। অর্থ মন্ত্রক জানিয়েছে, কীভাবে এই নমিনেশন করতে হবে। আর তার জন্য ‘ব্যাঙ্কিং কোম্পানি (নমিনেশন) রুলস, ২০২৫’ খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে কেন্দ্র। এই আইনেই নমিনি সংক্রান্ত ফর্ম ও নমিনেশনের পদ্ধতির উল্লেখ থাকবে।