Zero Balance Account: লাইফটাইম জিরো ব্যালান্সের অ্যাকাউন্ট, দারুণ অফার ব্যাঙ্ক অব বরোদায়

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 30, 2023 | 7:00 AM

নয়াদিল্লি: উৎসবের মরসুমে দারুণ অফার নিয়ে এল ব্যাঙ্ক অব বরোদা। লাইফটাইম জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ন্যূনতম ব্যালেন্স বজায় না রেখেই সেভিংসের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে এই অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট খোলার পর রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডও পাওয়া যাবে। এই অ্যাকাউন্টের কিছু সুবিধা- এটি লাইফটাইম জিরো ব্যালান্স সেভিংস অ্যাকাউন্ট প্রাপ্তবয়স্ক […]

Zero Balance Account: লাইফটাইম জিরো ব্যালান্সের অ্যাকাউন্ট, দারুণ অফার ব্যাঙ্ক অব বরোদায়
ব্যাঙ্ক অব বরোদা
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: উৎসবের মরসুমে দারুণ অফার নিয়ে এল ব্যাঙ্ক অব বরোদা। লাইফটাইম জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ন্যূনতম ব্যালেন্স বজায় না রেখেই সেভিংসের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে এই অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট খোলার পর রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডও পাওয়া যাবে।

এই অ্যাকাউন্টের কিছু সুবিধা-

  • এটি লাইফটাইম জিরো ব্যালান্স সেভিংস অ্যাকাউন্ট
  • প্রাপ্তবয়স্ক ছাড়াও ১০ বছরের বেশি বয়সীরাও এই অ্যাকাউন্ট খুলতে পারবে
  • ত্রৈমাসিকে একটি ন্যূনতম ব্যালেন্স বজায় রাখলে পাওয়া যাবে প্ল্যাটিনাম ডেবিট কার্ড। আর্বান এলাকার ক্ষেত্রে ত্রৈমাসিকে ৩০০০ টাকা, সেমি আর্বান এলাকার ক্ষেত্রে ত্রৈমাসিকে ২০০০ টাকা এবং রুরাল এলাকার জন্য ১০০০ টাকা ব্যালেন্স বজায় রাখতে হবে।

উৎসবের মরসুমের জন্যই এই সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অব বরোদা। যে ভাবে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়। সেই সব নথি দিয়েই এই অ্যাকাউন্ট খোলা যাবে।

Next Article