Bank of Baroda Deposits Scheme : স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উপহার, চড়া সুদে নয়া FD স্কিমের ঘোষণা ব্যাঙ্ক অব বরোদার
Bank of Baroda Deposits Scheme : স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ স্কিমের ঘোষণা করা হল ব্য়াঙ্ক অব বরোদার তরফে। ফিক্সড ডিপোজ়িটে অপেক্ষাকৃত বেশি হারে সুদ মিলবে এই স্কিমের আওতায়।
স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি হয়েছে। দেশ জুড়ে পালিত হল আজ়াদি কা অমৃত মহৎসব। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন ব্য়াঙ্ক বিশেষ কিছু প্রকল্প চালু করেছে। সেই ট্রেন্ডের সঙ্গে সঙ্গতি রেখে ব্য়াঙ্ক অব বরোদাও (Bank of Baroda) স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ ফিক্সড ডিপোজ়িট স্কিম চালু করেছে। মঙ্গলবার বরোদা তিরঙ্গা ডিপোজ়িট স্কিম নামে একটি প্রকল্প চালু করা হল বরোদা ব্য়াঙ্কের তরফে। এই স্কিমের আওতায় ব্যাঙ্ক অব বরোদা ৪৪৪ দিন ও ৫৫৫ দিনের দুটি ডিপোজ়িট স্কিম এনেছে বরোদা ব্যাঙ্ক। এই দুটি ডিপোজ়িট স্কিমের আওতায় ৬ শতাংশ অবধি সুদ পাবেন বিনিয়োগকারীরা।
ব্য়াঙ্ক অব বরোদার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুটি মেয়াদের বরোদা তিরঙ্গা ডিপোজ়িট রয়েছেয। ৪৪৪ দিনের মেয়াদে সুদের হার মিলবে ৫.৭৫ শতাংশ। ৫৫৫ দিনের মেয়াদে সুদের হার মিলবে ৬ শতাংশ। এই প্রকল্প শুরু হবে ১৬ অগস্ট থেকে এবং চলবে ৩১ ডিসেম্বর অবধি। ২ কোটি টাকার নীচে আমানতের ক্ষেত্রে এই সুদের হার কার্যকর হবে।’ এই প্রকল্পের ফলে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ পাবেন। মেয়াদের আগে টাকা তোলা যাবে এরকম ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে ০.১৫ শতাংশ অতিরিক্ত সুদ পাওয়া যাবে।
ব্যাঙ্ক অব বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কে খুরানা বলেছেন, ‘ভারত ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। দেশের নাগরিকদের উদযাপনের জন্য আরও একটি সুযোগ দিল বরোদা ব্যাঙ্ক। বরোদা তিরঙ্গা ডিপোজ়িট স্কিম অপেক্ষাকৃত বেশি সুদ দিচ্ছে।’