Bank Of Baroda on Ambani: ১,৬৫৬ কোটি টাকার ধার, অনিল অম্বানীকে ‘জালিয়াত’ ঘোষণা ব্যাঙ্ক অফ বরোদার!

Bank Of Baroda on Anil Ambani and Reliance Communication: রিপোর্টে 'তহবিল নয়ছয়, হিসেবের কারচুপি ও ঋণের অনুপযুক্ত ব্যবহারের' মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে অনিল অম্বানী ও তাঁর সংস্থার বিরুদ্ধে।

Bank Of Baroda on Ambani: ১,৬৫৬ কোটি টাকার ধার, অনিল অম্বানীকে জালিয়াত ঘোষণা ব্যাঙ্ক অফ বরোদার!
Image Credit source: PTI

Sep 05, 2025 | 7:04 PM

রিলায়েন্স কমিউনিকেশনস ও অনিল অম্বানীকে ‘জালিয়াত’ বলে ঘোষণা করল ব্যাঙ্ক অফ বরোদা। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বোম্বে স্টক এক্সচেঞ্জকে দেওয়া চিঠিতে এই তথ্য জানিয়েছে বর্তমানে দেউলিয়া প্রক্রিয়ার মধ্যে থাকা রিলায়েন্স কমিউনিকেশন।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ফরেনসিক অডিট রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। রিপোর্টে ‘তহবিল নয়ছয়, হিসেবের কারচুপি ও ঋণের অনুপযুক্ত ব্যবহারের’ মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে অনিল অম্বানী ও তাঁর সংস্থার বিরুদ্ধে।

২৮ অগস্ট ২০২৫-এর তথ্য অনুযায়ী ব্যাঙ্ক অফ বরোদার কাছে রিলায়েন্স কমিউনিকেশনের মোট বকেয়া ঋণের পরিমাণ ১ হাজার ৬৫৬ কোটি ৭ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের ঋণ নিয়েই এবার জালিয়াতির অভিযোগ তুলেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অনিল অম্বানী। তাঁর মুখপাত্রের তরফে জানানো হয়েছে, অনিল অম্বানী রিলায়েন্স কমিউনিকেশনের একজন নন-এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ফলে, সংস্থার দৈনন্দিন কাজে তাঁর কোনও ভূমিকা ছিল না। আজ থেকে ৬ বছরের বেশি আগে, ২০১৯ সালে তিনি ওই সংস্থার বোর্ড থেকে পদত্যাগ করেন। অনিল অম্বানীর মতে, এতদিন পর বেছে বেছে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে।

বর্তমানে সংস্থাটি কর্পোরেট ইনসলভেন্সি রেজোলিউশন প্রসেসের অধীনে রয়েছে। তাই আইনি প্রক্রিয়া থেকে সুরক্ষা পাচ্ছে রিলায়েন্স কমিউনিকেশন। অনিল আম্বানির তরফে জানানো হয়েছে, তিনি আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেবেন।