স্থায়ী আমানতে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অব বরোদা। ২ কোটি টাকার নিচে ৩০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এখন সাধারণ নাগরিকরা এই ব্যাঙ্কের স্থায়ী আমানতে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। আর প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ। ১২ মে থেকে এই নয়া হারে সুদের হার কার্যকর হয়েছে।
ব্যাঙ্ক অব বরোদার সুদের হার:
৭ দিন থেকে ৪৫ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৩ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫০ শতাংশ
৪৬ থেকে ১৮০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৪.৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৫ শতাংশ
১৮১ দিন থেকে ২১০ দিন- সাধারণ গ্রাহকদের জন্য ৫.২৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৫.৭৫ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম- সাধারণ গ্রাহকদের জন্য ৫.৭৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.২৫ শতাংশ
১ বছর থেকে ২ বছর পর্যন্ত- সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ
২ বছর থেকে ৩ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৭.০৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫৫ শতাংশ
৩ বছর থেকে ৫ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.১৫ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর- সাধারণ নাগরিকদের জন্য ৬.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ
এদিকে ব্যাঙ্ক অব বরোদার ৩৯৯ দিনের বিশেষ স্থায়ী আমানত স্কিমে সাধারণ গ্রাহকরা সুদ পাবেন ৭.২৫ শতাংশ হারে। আর এই মেয়াদের আমানতে প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ।