
নয়া দিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বড় সিদ্ধান্ত। পরপর দু’বার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। আর দেশের শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের প্রভাব দেখা গেল কয়েক ঘণ্টার মধ্যেই। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতেই দেশের দুটি ব্যাঙ্ক তাদের ঋণের উপরে সুদের হার কমাল।
বুধবারই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেন। বর্তমানে ৬ শতাংশে নেমে দাঁড়িয়েছে রেপো রেট। এই রেপো রেটের উপরই ভিত্তি করে ব্যাঙ্কগুলি তাদের সুদের হার নির্ধারণ করে। স্বাভাবিকভাবেই রেপো রেট কমলে, ব্যাঙ্কগুলিও সুদের হার কমায়।
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাঙ্ক তাদের ঋণের উপরে সুদের হার কমানোর ঘোষণা করে। দুই ব্যাঙ্কেই ০.২৫ শতাংশ হারে সুদ কমানোর ঘোষণা করেছে। এতে নতুন যারা ঋণ নেবেন, তাদের যেমন কম সুদের হার পড়বে, তেমনই বিদ্যমান অর্থাৎ যারা ইতিমধ্যেই ঋণ নিয়েছেন, তাদেরও ইএমআই-র বোঝা বেশ কিছুটা কমবে।
আগে ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ঋণে সুদের হার ছিল ৯.১০ শতাংশ। তা কমে ৮.৮৫ শতাংশে কমে দাঁড়াল। বুধবার থেকেই নতুন সুদের হার কার্যকর হয়েছে। অন্যদিকে, ইউকো ব্যাঙ্কও সুদের হার কমিয়ে ৮.৮ শতাংশ করেছে। আজ, বৃহস্পতিবার থেকে নতুন সুদের হার কার্যকর হবে।
শুধু এই দুই ব্যাঙ্কই নয়। দু-একদিনের মধ্যে বাকি সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার কমাবে বলে মনে করা হচ্ছে।