Bank Closed in Buddha Purnima: বুদ্ধ পূর্ণিমায় কলকাতায় খোলা থাকবে ব্যাঙ্ক? দেখে নিন ছুটির তালিকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 04, 2023 | 6:53 PM

Bank Holidays in Kolkata: এপ্রিলের শেষেই মে মাসের ব্যাঙ্কের ছুটির তালিকায় প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই মাসে মোট ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা। এর মধ্যে কলকাতায় কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক?

Bank Closed in Buddha Purnima: বুদ্ধ পূর্ণিমায় কলকাতায় খোলা থাকবে ব্যাঙ্ক? দেখে নিন ছুটির তালিকা
প্রতীকী ছবি

Follow Us

আগামিকাল বুদ্ধ পূর্ণিমা। সারা দেশে মহা সমারোহে উদযাপিত হবে এই দিনটি। এই উপলক্ষে দেশের বেশ কিছু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। এই তালিকায় কি আপনার শহরও রয়েছে? ব্যাঙ্কের দোরগোড়া থেকে যাতে ফিরে যেতে না হয় তাই যাওয়ার আগেই এই প্রতিবেদন থেকে জেনে নিন আগামিকাল আপনার শহরে ব্যাঙ্ক খোলা না বন্ধ।

এপ্রিল মাসের শেষেই মে মাসের ছুটির তালিকা প্রকাশ করে দেয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই ছুটির তালিকা মতো নিজের ব্যাঙ্কের কাজ নির্ধারণ করতে পারেন সাধারণ মানুষ। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় একাধিক ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে অসুবিধার সম্মুখীন হতে পারেন দেশের একাধিক গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তালিকা অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, লখনউ, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু ও কাশ্মীর, কলকাতা, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কলকাতার গ্রাহকদেরও তাই ব্যাঙ্কের কাজ করতে যাওয়ার আগে মাথায় অবশ্যই রাখা উচিত যে আগামিকাল খুলছে না ব্যাঙ্কের দরজা। নয়তো বেকার খালি হাতেই ফিরতে হবে তাঁদের। এদিকে ৯ মে মঙ্গলবারও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এই মাসের অন্যান্য ব্যাঙ্কের ছুটির দিন:

৭ মে, ২০২৩: রবিবার

৯ মে, ২০২৩: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ মে, ২০২৩: সপ্তাহের দ্বিতীয় শনিবার

১৪ মে, ২০২৩: রবিবার

১৬ মে, ২০২৩: সিকিমে রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ মে, ২০২৩: রবিবার

২২ মে, ২০২৩: মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ মে, ২০২৩: কাজী নজরুল ইসলাম জয়ন্তী উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ মে, ২০২৩: চতুর্থ শনিবার

২৮ মে, ২০২৩: রবিবার

 

 

Next Article