Bank Holidays January 2023: নতুন বছরে জানুয়ারিতে একগুচ্ছ ছুটি ব্যাঙ্কে, এক নজরে দেখে নিন তালিকা
Bank Holidays January 2023: নতুন বছরে একগুচ্ছ ছুটি রয়েছে ব্যাঙ্কের। মোট ১৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা।
ব্যাঙ্ক কর্মীদের জন্য জানুয়ারি মাসের ছুটির তালিকা (Bank Holidays) প্রকাশ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India ) তরফে। ২০২২ সালের আর মাত্র কয়েকদিন বাকি। আর কয়েক দিন বাদেই আসবে নতুন বছর। নতুন শুরু। আর জানুয়ারি মানেই হালকা শীতে রোদ মেখে বনভোজনের মাস। প্রায় বেশিরভাগ মানুষই এই সময় পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে বেরিয়ে পড়েন পিকনিক করতে। আর নিয়মমাফিক ছুটি থাকবে বিভিন্ন ব্য়াঙ্কেরও। জানুয়ারি নববর্ষের (New Year) ছুটি ছাড়াও থাকছে একাধিক ছুটি। আর রবিবারের ছুটি তো রয়েছেই। তাই কোনও কাজে ব্য়াঙ্কের উদ্দেশে পা বাড়ানোর আগে ছুটির তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়াই বাঞ্ছনীয়।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী,২০২৩ সালের জানুয়ারি মাসে মোট ১৪ দিনের জন্য ছুটি রয়েছে ব্যাঙ্কের। এর বাইরে প্রতি সপ্তাহের রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবারগুলি বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। এক নজরে দেখে নিন গোটা তালিকা।
২০২৩ সালের জানুয়ারির ব্যাঙ্কের ছুটির তালিকা:
- ১ জানুয়ারি, ২০২৩ (রবিবার): নববর্ষ এবং রবিবার
- ২ জানুয়ারি, ২০২৩ (সোমবার): নিউ ইয়ার ব্যাঙ্ক সেলিব্রেশন – মিজোরাম
- ৫ জানুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার): গুরু গোবিন্দ সিং জয়ন্তী – হরিয়ানা এবং রাজস্থানে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ৮ জানুয়ারি, ২০২৩ (রবিবার): রবিবার উপলক্ষে সাপ্তাহিক ছুটি
- ১১ জানুয়ারি, ২০২৩ (বুধবার): মিশনারি ডে – মিজোরাম
- ১৪ জানুয়ারি, ২০২৩ (শনিবার): দ্বিতীয় শনিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি
- ১৫ জানুয়ারি, ২০২৩ (রবিবার): রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি
- ২২ জানুয়ারি, ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি (রবিবার): রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি
- ২৩ জানুয়ারি, ২০২৩ (সোমবার): নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী – ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে ব্য়াঙ্ক
- ২৫ জানুয়ারি, ২০২৩ (বুধবার): রাজ্য দিবস – হিমাচল প্রদেশ
- ২৬ জানুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার): প্রজাতন্ত্র দিবস
- ২৮ জানুয়ারি, ২০২৩ (শনিবার): চতুর্থ শনিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি
- ২৯ জানুয়ারি, ২০২৩ (রবিবার): রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি
- ৩১ জানুয়ারি, ২০২৩ (সোমবার): মে-দাম-মে-ফি – অসমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।