জুলাইতে অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাঙ্ক, কারণ কী?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 01, 2021 | 8:22 PM

Bank Holiday: যদিও সব কটি ছুটি সারা দেশ ব্যাপী নয়। এর মধ্যে কয়েকটি আঞ্চলিক ছুটিও রয়েছে।

জুলাইতে অর্ধেক মাসই বন্ধ থাকবে ব্যাঙ্ক, কারণ কী?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: করোনা পরিস্থিতিতে দেশে অনেক জায়গাতেই ব্যাঙ্ক খোলার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হচ্ছে। পশ্চিমবঙ্গে আপাতত সপ্তাহে দু’দিন ছুটি দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। এরই মধ্যে জুলাই মাসে ব্যাঙ্কের বেশ কয়েকটি ছুটি থাকবে বলে জানা যাচ্ছে। যদিও এর মধ্যে কয়েকটি স্থানীয় ছুটি আছে, তবে সব মিলিয়ে মোট ১৫টি ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।

১৫ দিন অর্থাৎ প্রায় অর্ধেক মাস, তাই ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন থাকলে অবশ্যই এই ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। সেই অনুযায়ী নিজের ব্যাঙ্কের কাজের পরিকল্পনা করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী এই ছুটি থাকবে। এতে সমস্ত রাজ্যের ছুটিরই উল্লেখ থাকে।

জুলাইয়ে ব্যাঙ্ক কর্মীরা উৎসব উপলক্ষে মোট ৯ টি ছুটি পাবেন। এগুলি ছাড়াও আরও ৬ টি ছুটি শনিবার এবং রবিবারে থাকবে। সুতরাং সব মিলিয়ে ১৫ দিনের ছুটি থাকবে ব্যাঙ্কে। উৎসবের জন্য যে ৯ টি ছুটি, তা বিভিন্ন রাজ্যে আলাদা হবে। অর্থাৎ সব রাজ্যেই সব উৎসবের ছুটি থাকবে না। যে রাজ্যের ক্ষেত্রে ছুটিটি প্রযোজ্য, সেখানকার ব্যাঙ্কেই কাজ বন্ধ থাকবে, অন্য রাজ্যে নয়।

একনজরে ছুটির তালিকা:

৪ জুলাই- রবিবার

১০ জুলাই- দ্বিতীয় শনিবার

১১ জুলাই- রবিবার

১২ জুলাই- সোমবার – কঙ্গ (ছুটি থাকবে রাজস্থানে), রথযাত্রা (ছুটি থাকবে ভুবনেশ্বরে, ইম্ফলে)

১৩ জুলাই- মঙ্গলবার – ভানু জয়ন্তী (শহীদ দিব পালিত হবে জম্মু ও কাশ্মীরে, ভানু জয়ন্তীর ছুটি থাকবে সিকিমে)

১৪ জুলাই- দ্রুকপা শেশিচি (ছুটি থাকবে গ্যাংটকে)

১৬ জুলাই- বৃহস্পতিবার – হরেলা পূজা (ছুটি থাকবে দেরাদুন)

১৭ জুলাই- খড়চি পূজা (ছুটি থাকবে আগরতলা, শিলং)

১৮ জুলাই – রবিবার

১৯ জুলাই – গুরু রিম্পোশের থুংকার তশেচু (ছুটি থাকবে গাংটকে)

২০ জুলাই- মঙ্গলবার – ইদ আল আধা (সারা দেশে)

২১ জুলাই- ইদুজ্জোহা (সারা দেশে)

২৪ জুলাই- চতুর্থ শনিবার

২৫ জুলাই- রবিবার

৩১ জুলাই- কের পূজা (ছুটি থাকবে আগরতলা)

Next Article