Bank Holiday: ফেব্রুয়ারিতে প্রায় অর্ধেক মাস বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

Sukla Bhattacharjee |

Jan 29, 2024 | 8:31 AM

RBI রাজ্যগুলির প্রধান ছুটির দিনগুলিও নির্ধারণ করে। অনেক রাজ্যে রাজ্য নির্দিষ্ট উত্সব আছে। সেই সব উৎসব উদযাপনের জন্য রাজ্যে ব্যাঙ্ক ছুটি রয়েছে৷ কিছু উৎসব বা দিন জাতির বিশেষ। যেমন ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট ইত্যাদি। এই দিনগুলিতে, সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে।

Bank Holiday: ফেব্রুয়ারিতে প্রায় অর্ধেক মাস বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: নতুন বছরের একটি মাস শেষ। চলতি মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা ছিল বেশ লম্বা। আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেও ছুটির তালিকা ছোট নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত ছুটির তালিকা অনুসারে, ভারতের ব্যাঙ্কগুলি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ১১ দিন বন্ধ থাকবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মাত্র ১৮ দিন ব্যাঙ্ক খোলা থাকবে। তবে ১১ দিনের মধ্যে ৪টি রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া দু-দফায় টানা তিনদিন করে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কে ছুটি রয়েছে। যাঁদের ব্যাঙ্কে কাজ রয়েছে তাঁরা ব্যাঙ্কের সম্পূর্ণ ছুটির তালিকা দেখে নিন।

 

 

ফেব্রুয়ারিতে এই তারিখগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

৪ ফেব্রুয়ারি, ২০২৪- রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।

১০ ফেব্রুয়ারি, ২০২৪- দ্বিতীয় শনিবার হওয়ায় সারাদেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিন লোসার উদযাপন করা হয় গ্যাংটকে।

১১ ফেব্রুয়ারি, ২০২৪- এটি রবিবার, তাই সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৪ ফেব্রুয়ারি, ২০২৪- সরস্বতী পুজোর জন্য ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ ফেব্রুয়ারি, ২০২৪- লুই-এনগাই-নি এর কারণে মণিপুরের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৮ ফেব্রুয়ারি, ২০২৪- এটি রবিবার, তাই সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৯ ফেব্রুয়ারি, ২০২৪- ছত্রপতি শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রে ব্যাঙ্ক ছুটি।

২০ ফেব্রুয়ারি, ২০২৪- মিজোরাম এবং অরুণাচল প্রদেশে রাজ্য দিবসের স্মরণে ব্যাঙ্ক ছুটি।

২৪ ফেব্রুয়ারি, ২০২৪- মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ ফেব্রুয়ারি, ২০২৪- এটি রবিবার, তাই সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২৬ ফেব্রুয়ারি, ২০২৪- অরুণাচল প্রদেশে ন্যাকুমের কারণে ব্যাঙ্ক ছুটি।

প্রসঙ্গত, RBI রাজ্যগুলির প্রধান ছুটির দিনগুলিও নির্ধারণ করে। অনেক রাজ্যে রাজ্য নির্দিষ্ট উত্সব আছে। সেই সব উৎসব উদযাপনের জন্য রাজ্যে ব্যাঙ্ক ছুটি রয়েছে৷ কিছু উৎসব বা দিন জাতির বিশেষ। যেমন ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট ইত্যাদি। এই দিনগুলিতে, সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে। তবে কিছু সময়ের মধ্যে ব্যাঙ্কগুলোকে ৫ দিনের সপ্তাহ করারও দাবি উঠেছে। যদিও সরকার এবং আরবিআই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম খোলা থাকবে এবং সমস্ত অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চলবে।

Next Article