Bank Closed: সোমবার 8 রাজ্যের ৪৯ শহরে ফের বন্ধ ব্যাঙ্ক, কী কারণ?

May 18, 2024 | 6:58 PM

Bank Closed: সোমবার বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, লাদাখে বন্ধ থাকছে ব্যাঙ্ক। এদিকে আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্র সরকারও একটি বড় নির্দেশ দিয়েছে।

Bank Closed: সোমবার 8 রাজ্যের ৪৯ শহরে ফের বন্ধ ব্যাঙ্ক, কী কারণ?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ফের ব্য়াঙ্ক বন্ধ! সোমবার দেশের ৮টি রাজ্যের ৪৯টি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। লোকসভা নির্বাচন চলছে। ইতিমধ্যেই চার দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে। সোমবার ২০ মে রয়েছে পঞ্চম দফার নির্বাচন। যে কারণে ৮ রাজ্যের ৪৯ শহরে ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ। আরবিআই ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বের জন্য মুম্বই, লখনউ, বেলাপুরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 

বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, লাদাখে বন্ধ থাকছে ব্যাঙ্ক।
এদিকে আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্র সরকারও একটি বড় নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্র সরকার এর জন্য একটি সার্কুলারও জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তি বলছে, যে সমস্ত জায়গায় ভোট হবে সেখানকার কর্মীদের ছুটি থাকবে। কিন্তু বেতন কাটা হবে না। প্রসঙ্গত, গোটা দেশের মধ্যে শুধুমাত্র উত্তর প্রদেশ, বিহার, বাংলাতেই ৮ দফায় ভোট হচ্ছে। শুরু হয়েছে ১৯ এপ্রিল। শেষ ১ জুন। ভোটের ফল ৪ জুন। 

মে মাসেও লম্বা ছুটি থাকছে। মে মাসে, মহারাষ্ট্র দিবস, শ্রম দিবস, লোকসভা নির্বাচন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বাসব জয়ন্তী/অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা এবং নজরুল জয়ন্তী ইত্যাদির কারণে ছুটি রয়েছে দেশের নানা প্রান্তে। প্রসঙ্গত, বুদ্ধ পূর্ণিমা ২৩ মে। এদিন দেশের বিভিন্ন স্থানে ছুটি থাকবে। লোকসভা নির্বাচন ছাড়াও ২৫ মে দেশের অনেক জায়গায় নজরুল জয়ন্তী পালন হবে। সে কারণেই রয়েছে ছুটি। 

Next Article