কলকাতা: আগামী সপ্তাহে রাজ্যে দুই দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। ২৪ অক্টোবর (সোমবার) কালীপুজোর (Kalipuja 2022) জন্য ব্যাঙ্কের ছুটি রয়েছে। আর এবার ভাইফোঁটার দিনেও (২৭ অক্টোবর, বৃহস্পতিবার) বন্ধ থাকবে ব্যাঙ্ক। রাজ্যে এই প্রথমবার ভাইফোঁটার (Bhai Dooj 2022) দিন ব্যাঙ্কের ছুটি থাকবে। এমনই জানিয়েছেন ব্যাঙ্ককর্মীদের সংগঠন এআইবিওসির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে এই ছুটির ঘোষণা করা হয়েছে ব্যাঙ্ককর্মীদের জন্য। দীর্ঘদিন ধরে রাজ্যের ব্যাঙ্ককর্মীদের দাবি ছিল ভাইফোঁটায় ছুটির জন্য। এবার শেষ পর্যন্ত এই প্রাপ্তিকে এক ঐতিহাসিক ঘটনা বলেই দাবি করছে এআইবিওসির রাজ্য কমিটি। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করার জন্যও ধন্যবাদ জানিয়েছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন।
সংগঠনের তরফে সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় জানান, “এটি আমাদের দীর্ঘদিনের আবেদন ছিল রাজ্য সরকারের কাছে। যাতে ভ্রাতৃদ্বিতীয়ার ছুটি ঘোষণা করা হয়। এবার বিজয়া পর একাদশীর দিন আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ছুটির জন্য আবেদন করেছিলাম। এনআই অ্যাক্টের (নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট) আওতায় ছুটি ঘোষণা করেছে। রাজ্য সরকার সাধারণত এই আইনের আওতায় যে ছুটিগুলি ঘোষণা করে, সেগুলি এলআইসি ও ব্যাঙ্কের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলি পায়।”
তিনি আরও জানান, রাজ্যভিত্তিক যে ছুটিগুলি থাকে, সেগুলি কেন্দ্রীয় সরকারের ছুটির আওতায় পড়ে না। সেগুলি রাজ্য সরকারই এনআই অ্যাক্টের মাধ্যমে ছুটি ঘোষণা করে। প্রসঙ্গত, অনেক বছর ধরে এই দাবি থাকলেও এতদিন তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত দীর্ঘদিনের এই দাবি মেনে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠন।
আপনার যদি ভাইফোঁটায় ব্যাঙ্কের কোন কাজ করার ভাবনা থাকে, তাহলে তা আগেভাগেই করে নিন। উৎসবের মরশুমে আগামী সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সোমবার (২৪ অক্টোবর) এবং বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্যাঙ্কের ছুটি রয়েছে।