
নয়াদিল্লি: চাকরিজীবী মধ্যবিত্তের সঞ্চয়ের অন্যতম উপায় হল রেকারিং ডিপোজিট। প্রতি মাসে বেতন পাওয়ার পর সেখান থেকে একটি অংশ রেকারিং ডিপোজিটের মধ্যে জমা করে সঞ্চয় করে থাকেন অনেকেই। নির্দিষ্ট সময় ধরে এ ভাবে প্রতি মাসে জমা করা টাকা সুদ সমেত ফেরত দেয় আর্থিক প্রতিষ্ঠানগুলি। দেশের সরকারি, বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসেও রেকারিং ডিপোজিটের সুবিধা রয়েছে। কিন্তু কোথায় রেকারিং ডিপোজিট (আরডি) করলে বেশি সুদ পাওয়া, যাবে সেই সন্ধানই আমরা দেব এই প্রতিবেদনে।
এই প্রতিবেদনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আরডি-র উপর দেওয়া সুদের তুলনামূলক আলোচনা করা হয়েছে। কত সময়কালের জন্য আরডি করা হচ্ছে, তার উপর নির্ভর করে সুদের হার। এখানে ৫ বছরের জন্য আরডি করলে কী পরিমাণে সুদ পাওয়া যাবে, সেই আলোচনা করা হল।
পোস্ট অফিসে ৫ বছরের জন্য রেকারিং ডিপজিট করলে প্রতি বছর ৬.৭ শতাংশ হারে সুদ দেবে। এর জন্য প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা জমা দিতে পারবেন। সর্বোচ্চ সীমা নেই।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় আরডি করলে ৬.৫০ থেকে ৬.৮০ শতাংশ সুদ পাওয়া যাবে। সিনিয়র সিটিজেনরা অবশ্য ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। ন্যূনতম ১০০ টাকা দিয়ে এই লগ্নি করা যাবে। ১ থেকে ১০ বছর পর্যন্ত যে কোনও সময়কালের জন্য তা করা যেতে পারে। এইচডিএফসি ব্যাঙ্কে আরডি-র উপরে সুদ দেওয়া যেতে পারে ৪.৫ শতাংশ থেকে ৭ শতাংশ।