Mamata Banerjee in BGBS: বাংলায় বিনিয়োগে কী কী সুবিধা? স্থায়ী সরকারের গুরুত্ব বোঝালেন মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 22, 2023 | 12:00 AM

Mamata Banerjee: বাংলায় বিনিয়োগ করার সুবিধা করার কথা বলার সময় মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে বাংলার স্থায়ী সরকারের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বললেন, "বাংলায় স্থায়ী সরকার রয়েছে। যার ফলে বাংলার সমাজে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ রয়েছে।" সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকেও বাংলার কোনও তুলনা হয় না বলেও জানালেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee in BGBS: বাংলায় বিনিয়োগে কী কী সুবিধা? স্থায়ী সরকারের গুরুত্ব বোঝালেন মমতা
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মমতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বাংলার স্থায়ী সরকারের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগ করার সুবিধা করার কথা বলার সময় মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে বাংলার স্থায়ী সরকারের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বললেন, “বাংলায় স্থায়ী সরকার রয়েছে। যার ফলে বাংলার সমাজে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ রয়েছে।” সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকেও বাংলার কোনও তুলনা হয় না বলেও জানালেন মুখ্যমন্ত্রী।

বাংলায় দায়িত্বে আসার পর তাঁর সরকার কীভাবে পশ্চিমবঙ্গকে শিল্পমুখী করে তুলেছে, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সেই কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অতীতের বাম সরকারকেও খোঁচা দিলেন মমতা। তাঁর দাবি, বাম জমানায় যে পরিস্থিতি হয়ে ছিল, সেখান থেকে বাংলার হাল ফেরাতে হয়েছে তাঁকে। ল্যান্ড ব্যাঙ্ক, ল্যান্ড ইউজ় পলিসি ও ল্যান্ড ম্যাপ তৈরি করা হয়েছে বলে জানালেন মমতা। বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত দেশ-বিদেশের শিল্পপতিদের উদ্দেশে মমতা বললেন, “আপনারা যদি বিনিয়োগ করতে চান, তাহলে জমি আপনাদের জন্য তৈরি আছে।” মুখ্যমন্ত্রীর কথায় বাংলা এখন অর্থনীতির পাওয়ার হাউজ় হয়ে উঠেছে এবং দেশের মধ্যে অন্যতম দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির রাজ্য।

বাংলায় অশান্তির অভিযোগ নিয়েও এদিন বিরোধীদের খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘কিছু রাজনৈতিক দল একটি ন্যারেটিভ তৈরি করে রেখেছে যে বাংলা মানেই অশান্তির জায়গা। এটা পুরোটাই গুজব। বাংলায় তাঁর সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কী কী সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে রাজ্যবাসীর জন্য, সেই সব হিসেবও এদিন দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Next Article