Mukesh Ambani in BGBS: কালীঘাট মন্দির সংস্কার করবেন অম্বানীরা, মমতাকে বললেন রিলায়েন্স কর্ণধার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 21, 2023 | 8:22 PM

BGBS: কলকাতার কালীঘাট মন্দিরকেও নতুন করে সাজিয়ে তুলবেন মুকেশ অম্বানীরা। মঙ্গলবার বিকেলে সে কথাও জানালেন রিলায়েন্স কর্ণধার। জানালেন, কালীঘাটের মন্দির সংস্কার করে পুনরায় নতুনের মতো করে সাজিয়ে তুলতে চান তাঁরা।

Mukesh Ambani in BGBS: কালীঘাট মন্দির সংস্কার করবেন অম্বানীরা, মমতাকে বললেন রিলায়েন্স কর্ণধার
মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকেশ অম্বানী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাংলায় ঢালাও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার জন্য রিলায়েন্স গোষ্ঠীর আগামীর ভাবনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি কলকাতার কালীঘাট মন্দিরকেও নতুন করে সাজিয়ে তুলবেন মুকেশ অম্বানীরা। মঙ্গলবার বিকেলে সে কথাও জানালেন রিলায়েন্স কর্ণধার। জানালেন, কালীঘাটের মন্দির সংস্কার করে পুনরায় নতুনের মতো করে সাজিয়ে তুলতে চান তাঁরা। শুধু ভক্তি নয়, কালীঘাট মন্দিরের ঐতিহ্যও কলকাতাবাসী তথা আপামর বাঙালির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। শতাব্দী এই মন্দির সংস্কারের প্রোজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানালেন মুকেশ অম্বানী।

রিলায়েন্স কর্ণধার বললেন, “গোটা মন্দির চত্বর সংস্কার ও মেরামত করার পর আগের মতো করেই আবার সাজিয়ে তোলা হবে কালীঘাট মন্দির। পুরনো ঐতিহ্য বজায় রেখেই গোটা প্রোজেক্টের কাজ হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে বললেন, এই কালীঘাট মন্দিরের প্রোজেক্ট মুখ্যমন্ত্রীর কাছে যতটা আপন, মুকেশ ও তাঁর স্ত্রী নীতা অম্বানীর কাছেও ততটাই আপন।

শুধু কালীঘাটের মন্দির সংস্কারের কাজই নয়, বাংলার জন্য প্রচুর বিনিয়োগের আশ্বাসও দিয়েছেন রিলায়েন্স কর্ণধার। অম্বানী জানিয়েছেন, তাঁর কাছে আমন্ত্রণ যাওয়ার পর থেকে বাংলায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী তিন বছরের মধ্যে আরও অতিরিক্ত ২০ হাজার কোটি বিনিয়োগের ভাবনার কথাও জানালেন তিনি। অম্বানীর লক্ষ্য, ফাইভ জি নেটওয়ার্ক ও প্রযুক্তির মাধ্যমে আগামীতে বাংলার প্রতিটি বাড়িকে স্মার্ট হোম হিসেবে তুলে ধরা।

Next Article