Start up Job: মাসে ১ কোটি টাকা বেতন, লাগবে না CV বা কোনও ডিগ্রি! করবেন নাকি এই চাকরি?

Start up Job: এই চাকরির জন্য কলেজের ডিগ্রি চাওয়া হয়নি।  সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ডিগ্রির থেকেও বেশি অভিজ্ঞতাকে দাম দেয়।

Start up Job: মাসে ১ কোটি টাকা বেতন, লাগবে না CV বা কোনও ডিগ্রি! করবেন নাকি এই চাকরি?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Jul 12, 2025 | 3:34 PM

বেঙ্গালুরু: ১ কোটি টাকার চাকরি! হ্যাঁ, ঠিকই দেখছেন। বেতন ১ কোটি। এমনই চাকরির অফার দিচ্ছে একটি স্টার্টআপ কোম্পানি। আর এই চাকরির আবেদন করার জন্য আপনাকে কোনও সিভি বা বায়োডাটা দিতে হবে না। লাগবে না কলেজ ডিগ্রি, দিতে হবে না রাউন্ডের পর রাউন্ড ইন্টারভিউ।

স্মলেস্ট (Smallest AI) এআই নামক একটি স্টার্টআপ সংস্থাই এই চাকরির অফার দিচ্ছে। সংস্থার সিইও সুদর্শন কামাথ নিজেই চাকরির খবর পোস্ট করেছেন।

ভাইরাল ওই পোস্টে জানানো হয়েছে, ডেভেলপার পদে নিয়োগ করা হবে।  ৬০ লক্ষ টাকা ফিক্সড বেতন দেওয়া হবে। এর পাশাপাশি ৪০ লক্ষ টাকার কোম্পানি ইক্যুয়িটি দেওয়া হবে। সপ্তাহে মাত্র ৫ দিন কাজ করতে হবে। সময় নিয়েও কোনও বাধ্যবাধকতা নেই। বেঙ্গালুরুতে গিয়ে অফিসে কাজ করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

১০০ শব্দে নিজের সম্পর্কে লিখতে হবে।

নিজের সেরা কাজগুলির লিঙ্ক দিতে হবে।

৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Next.js, Python, React.js জানতে হবে।

০ থেকে ১০০ স্কেলিং সিস্টেম জানতে হবে।

তবে এই চাকরির জন্য কলেজের ডিগ্রি চাওয়া হয়নি।  সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ডিগ্রির থেকেও বেশি অভিজ্ঞতাকে দাম দেয়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, নিয়োগ এভাবেই হওয়া উচিত। নামী-দামি কলেজ থেকে শুধু ডিগ্রিকে গুরুত্ব না দিয়ে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া উচিত।