AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Pakistan Conflict: ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে দালাল স্ট্রিটে মিলেছে ‘লাভের গুড়’

Share Market: শুক্রবার মোট ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে থেম্যাটিক ইনডেক্স নিফটি ইন্ডিয়া। যার জেরে দর বাড়ে মিশরা ধাতু নিগম, ডেটা প্যাটার্নস, হিন্দুস্থান অ্যারোনটিকস, অস্ত্র মাইক্রওয়েভ প্রোডাক্টস, ম্যাজাগন ডক শিপবিল্ডার্সের মতো প্রতিরক্ষা সংস্থাগুলির।

India Pakistan Conflict: ভারত-পাকিস্তানের উত্তেজনার মাঝে দালাল স্ট্রিটে মিলেছে 'লাভের গুড়'
ফাইল চিত্রImage Credit: Getty Image
| Updated on: May 10, 2025 | 10:21 PM
Share

নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের যুদ্ধ আবহে কিন্তু বেশ লাভ হয়েছে প্রতিরক্ষায় বিনিয়োগকারীদের। এই সময়কালে গতি পেয়েছে ভারত ডায়নামিক, ভারত ইলেকট্রনিক্স বা BEL, পরাস ডিফেন্স এবং স্পেস টেকনোলজি-সহ একাধিক প্রতিরক্ষা স্টক। শুক্রবার বাজার খুলতেই ৪ থেকে ৮ শতাংশ ঝাঁপিয়ে পড়ে প্রতিরক্ষা সংস্থার শেয়ারগুলি।

শুক্রবার মোট ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে থেম্যাটিক ইনডেক্স নিফটি ইন্ডিয়া। যার জেরে দর বাড়ে মিশরা ধাতু নিগম, ডেটা প্যাটার্নস, হিন্দুস্থান অ্যারোনটিকস, অস্ত্র মাইক্রওয়েভ প্রোডাক্টস, ম্যাজাগন ডক শিপবিল্ডার্সের মতো প্রতিরক্ষা সংস্থাগুলির।

তবে কি প্রতিরক্ষা শেয়ারে বিনিয়োগের এটা ভাল সময়?

ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য ভাল সময় হলেও, বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ মেয়াদে বিনিয়োগের জন্য এই সময়টা মোটেই তেমন ভাল না। কারণ মাস কতক আগেই এই শেয়ারগুলির দাম ঠেকে গিয়েছিল তলানিতে। সাময়িক সংঘাতে তা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। ফলত, এই সময় বিনিয়োগ কিনলে কার্যত বেশি দামেই কিনতে হবে বিনিয়োগকারীদের।

অবশ্য, শনিবার সন্ধেয় ট্রাম্পের ‘মধ্যস্থতায়’ সংঘর্ষ বিরতির পথে নেমেছে ভারত-পাকিস্তান। ঘোষণা করেছেন খোদ দেশের বিদেশ সচিব বিক্রম মিস্রি। অর্থাৎ পরিস্থিতি এখন প্রশমিত। সুতরাং, এই আবহে নতুন করে প্রতিরক্ষা শেয়ারগুলিতে আর গতি দেখা যাবে কিনা সেই নিয়েও খানিক সন্দেহ রয়েছে।