Air Ticket Price: রাম মন্দির উদ্বোধনের আগেই বড় ঘোষণা, কমে যাচ্ছে বিমানের টিকিটের দাম

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 05, 2024 | 8:45 AM

Air Ticket Price: এখনও পর্যন্ত ইন্ডিগো ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রী প্রতি এটি ছিল জ্বালানি ফি নিচ্ছিল ৩০০ টাকা। ৫০০ থেকে ১ হাজার কিলোমিটার পর্যন্ত সেই চার্জ ছিল ৪০০ টাকা। ১ হাজার থেকে দেড়া হাজারের ক্ষেত্রে তা ছিল ৫৫০ টাকা। দেড় থেকে আড়াই হাজারের ক্ষেত্রে তা ছিল ৬৫০ টাকা।

Air Ticket Price: রাম মন্দির উদ্বোধনের আগেই বড় ঘোষণা, কমে যাচ্ছে বিমানের টিকিটের দাম
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir in Ayodhya)। রাম মন্দিরের উদ্বোধনের আগে বড় ঘোষণা ইন্ডিগোর (Indigo)। ১ হাজার টাকা কমে যাচ্ছে বিমানের ভাড়া। রাম মন্দির উদ্বোধনের জন্য গোটা দেশ যখন অপেক্ষা করছে এমন সময়ে কোম্পানির পক্ষ থেকে বিমান ভাড়া কমানোর ঘোষণা নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন চর্চা। প্রথম সংস্থা হিসাবে ইন্ডিগোই প্রথম অযোধ্যা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু করেছে।

প্রসঙ্গত, এভিয়েশন ফুয়েলের (ATF) দাম কমানোর পর ইন্ডিগো বিমান ভ্রমণের টিকিটের উপর ধার্য ‘ফুয়েল চার্জ’ বন্ধ করার ঘোষণা করেছে। বৃহস্পতিবারই এই ঘোষণা করা হয়েছে। যার ফলেই অচিরেই বিমানের ভাড়া প্রায় হাজার টাকা পর্যন্ত কমে যাচ্ছে। 

গোটা দেশে এটিএফ (এভিয়েশন টারবাইন ফুয়েল) এর দাম বৃদ্ধির পর, ইন্ডিগো ২০২৩ সালের ৬ অক্টোবর থেকে বিমান ভাড়ার সঙ্গে জ্বালানির অতিরিক্ত চার্জ নেওয়া শুরু করে। দূরত্বের উপর নির্ভর করে এই ফি ৩০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। এখন যেহেতু ATF-এর দাম কমেছে, ইন্ডিগো ফ্লাইটের টিকিট থেকে জ্বালানি চার্জ সরিয়ে দিয়েছে। ৪ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন সিদ্ধান্ত।

এখনও পর্যন্ত ইন্ডিগো ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রী প্রতি এটি ছিল জ্বালানি ফি নিচ্ছিল ৩০০ টাকা। ৫০০ থেকে ১ হাজার কিলোমিটার পর্যন্ত সেই চার্জ ছিল ৪০০ টাকা। ১ হাজার থেকে দেড়া হাজারের ক্ষেত্রে তা ছিল ৫৫০ টাকা। দেড় থেকে আড়াই হাজারের ক্ষেত্রে তা ছিল ৬৫০ টাকা। সাড়ে তিন হাজারের বেশি দূরত্ব গেলে তা ছিল ১ হাজার টাকার বেশি। এখন জ্বালানির জন্য অতরিক্ত চার্জ সরিয়ে নেওয়ায় টিকিটের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কমে যাবে।

Next Article