Aadhaar Card: বিনামূল্যে আধার কার্ডে তথ্য আপডেট করতে চান? হাতে ৯ দিন সময়

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 06, 2023 | 6:30 AM

UIDAI: যদি আপনাকে বিনা খরচে নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর বদলাতে হয়, কিংবা আপডেট করতে হয়, তাহলে আপনার হাতে আর বেশি সময় নেই। আগামী ৯ দিনের মধ্যেই সেই কাজ করে ফেলতে হবে আপনাকে। কারণ, তারপর থেকে আধার কার্ডের ডিটেল আপডেট আর বিনা মূল্যে করা যাবে না।

Aadhaar Card: বিনামূল্যে আধার কার্ডে তথ্য আপডেট করতে চান? হাতে ৯ দিন সময়
আধার কার্ড আপডেট সম্পর্কিত জরুরি খবর।

Follow Us

নয়া দিল্লি: আধার কার্ডে (Aadhaar Card) তথ্য আপডেট করার ক্ষেত্রে বদলে যাচ্ছে নিয়ম। এবার থেকে আধার কার্ডে যে কোনও তথ্য পরিবর্তন করার জন্য গুনতে হবে টাকা। যদি আপনাকে বিনা খরচে নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর বদলাতে হয়, কিংবা আপডেট করতে হয়, তাহলে আপনার হাতে আর বেশি সময় নেই। আগামী ৯ দিনের মধ্যেই সেই কাজ করে ফেলতে হবে আপনাকে। কারণ, তারপর থেকে আধার কার্ডের ডিটেল আপডেট আর বিনামূল্যে করা যাবে না। UIDAI খুব শীঘ্রই এই বিনা মূল্যের পরিষেবা বন্ধ করতে চলেছে। আধার কার্ডের তথ্য বিনা খরচে আপডেট করার জন্য আপনার হাতে ১৫ জুন পর্যন্ত সময় থাকছে।

এতদিন পর্যন্ত UIDAI -এর ওয়েবসাইটে গিয়ে কোনও ব্যক্তি নিজের ব্যক্তিগত তথ্য আধার কার্ডে বিনা খরচে আপডেট করতে পারতেন। কিন্তু এবার সেই নিয়মে বদল আসছে। তাই আপনার যদি আধার কার্ডে কোনও পরিবর্তন করতে হয়, তা সময় থাকতে থাকতে করে ফেলুন। নাহলে, ১৫ জুনের পর থেকে এই তথ্য আপডেট করার জন্য টাকা দিতে হবে আপনাকে।

UIDAI-এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৫ জুনের আগে পর্যন্ত গ্রাহকরা নিজেদের তথ্য বিনামূল্যে আপডেট করতে পারবেন। এরপর থেকে কোনও তথ্য আপডেট করার ক্ষেত্রে গুনতে হবে টাকা। যদিও কত টাকা ধার্য্য করা হবে, সেই বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, যে ধরনের পরিবর্তন করার দরকার হবে, তার উপর নির্ভর করে টাকা ধার্য্য় করা হবে।

আধার কার্ডের কোনও তথ্য অফলাইনে আপডেট করতে গেলে সেক্ষেত্রে ৫০ টাকা দিতে হবে। তবে ১৫ জুনের আগে অনলাইন আপডেট করতে গেলে কোনও টাকা লাগবে না।

অনলাইনে কীভাবে আধার কার্ডের তথ্য আপডেট করবেন?

প্রথমেই UIDAI ওয়েবসাইটে যান। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে লগ ইন করুন। এবার আপনার যে যে তথ্য আপডেট করার প্রয়োজন, সেই সার্ভিসের উপর গিয়ে ক্লিক করুন। এরপর নিজের আপডেটেড তথ্য সেখানে উল্লেখ করুন। এবার সেই আপডেটেড তথ্য যাচাই করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। তারপর কিছু দিনের মধ্যে আপনার দেওয়া তথ্য আপডেট হয়ে যাবে।

Next Article