Vande Bharat Express: লটারি লেগে গেল যাত্রীদের, বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে রেলের বড় সিদ্ধান্ত
নয়া দিল্লি: যাত্রীদের জন্য সুখবর। এবার বন্দে ভারত ট্রেনে লাঞ্চ-ডিনারের পাশাপাশি মিলবে টুকটাক খাবারও। ট্রেনের যাত্রাপথে যদি অল্প খিদে পায়, তবে চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুটের মতো প্যাকেটজাত খাবারও পাওয়া যাবে। বন্দে ভারতের যাত্রীদের অনেকদিনই দাবি ছিল যে ট্রেনে যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলের পাশাপাশি টুকটাক খাবার পাওয়া যায়, তবে সুবিধা হয়। যাত্রীদের সেই দাবি শুনেই […]

নয়া দিল্লি: যাত্রীদের জন্য সুখবর। এবার বন্দে ভারত ট্রেনে লাঞ্চ-ডিনারের পাশাপাশি মিলবে টুকটাক খাবারও। ট্রেনের যাত্রাপথে যদি অল্প খিদে পায়, তবে চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুটের মতো প্যাকেটজাত খাবারও পাওয়া যাবে।
বন্দে ভারতের যাত্রীদের অনেকদিনই দাবি ছিল যে ট্রেনে যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলের পাশাপাশি টুকটাক খাবার পাওয়া যায়, তবে সুবিধা হয়। যাত্রীদের সেই দাবি শুনেই বড় সিদ্ধান্ত নিল রেলওয়ে। এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেও পাওয়া যাবে প্যাকেজ খাবার।
জানা গিয়েছে, গোরক্ষপুর-অযোধ্যা-লখনউ-প্রয়াগরাজ বন্দে ভারত এক্সপ্রেসে এই পরিষেবা পাওয়া যাবে। আইআরসিটিসি-ই এই পরিষেবা চালু করছে। ভেন্ডররা ট্রলি নিয়ে বিভিন্ন ‘রেডি টু ইট’ খাবার ও বেভারেজ পাওয়া যাবে। পাশাপাশি যারা মিল বুক করবেন, তারা সেই খাবারও পাবেন।
রেল সূত্রে খবর, প্রাথমিকভাবে গোরক্ষপুরের বন্দে ভারত এক্সপ্রেসেই এই পরিষেবা পাওয়া যাবে। পরে বাকি বন্দে ভারত এক্সপ্রেসেও এই পরিষেবা চালু করা হবে।
বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসে খাবারের জন্য প্রি-বুক করতে হয়। টিকিট কাটার সময়ই খাবার বাছাই করার সুবিধা পাওয়া যায়। এবার থেকে প্য়াকেটজাত খাবারও পাওয়া যাবে বন্দে ভারত এক্সপ্রেসে।





