
নয়া দিল্লি: ভারত-পাকিস্তান সংঘাত আবহে বড় সিদ্ধান্ত দেশের কর্পোরেট ও টেক সংস্থাগুলির। কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নেওয়া হল। জারি করা হল সতর্কতা।
টাটা কনসালটেন্সি সার্ভিস ও উইপ্রো-র তরফে ইমেল করে কর্মীদের স্থানীয় প্রশাসনিক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের নির্দেশ মানতে বলা হয়েছে। বাড়ি থেকে কাজ করার সুযোগ এবং মক ড্রিলে অংশ নেওয়ার কথা বলা হয়েছে।
উইপ্রো-র তরফেও সকল কর্মীদের সরকারি গাইডলাইন অনুসরণ করতে, শান্ত থাকতে এবং সত্যতা যাচাই না করে কোনও তথ্য়ে যেন বিশ্বাস না করেন।
অন্য়দিকে, আর্নস্ট অ্যান্ড ইয়ং সংস্থার তরফে কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে। প্যানাসোনিক সংস্থার তরফেও যে সকল কর্মীরা সীমান্তবর্তী এলাকায় থাকেন, তাদের আপাতত বাড়ি থেকে কাজ করতে এবং ট্রাভেল অ্যাডভাইসরি অনুসরণ করতে বলা হয়েছে।
এএক্সএ গ্লোবাল বিজনেস সার্ভিস সংস্থার তরফেও বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। এইচডিএফসি লাইফ-ও সকল কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। অফ সাইট ভিজিটও ক্যানসেল করে দেওয়া হয়েছে।