
নয়া দিল্লি: আপনার কি পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। ১ জুলাই থেকেই পিএনবি-র নিয়মে আসছে এক বিরাট বদল। কী সেই বদল?
যেকোনও ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। এই ব্যালেন্স না রাখলে গ্রাহকদের জরিমানা করা হয় প্রতি মাসে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এবার সেভিং অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স নিয়েই সিদ্ধান্ত নেওয়া হল। পিএনবির সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে আর জরিমানা নেওয়া হবে না।
১ জুলাই থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। আগে ন্যূনতম ব্যালেন্স না রাখলে ১০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হত। শহর, শহরতলি ও গ্রামীণ অঞ্চলে এই জরিমানার পরিমাণ আলাদা ছিল। এবার থেকে এই জরিমানা আর নেওয়া হবে না।
পিএনবি জানিয়েছে, গ্রাহকদের আর্থিক ক্ষমতায়ন ও ব্যাঙ্কিং সিস্টেমের সঙ্গে যুক্ত রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চার্জ প্রত্যাহার করায় গ্রাহকদের উপরে আর্থিক বোঝা কমবে।
এছাড়াও শিক্ষা ঋণে সুদের হার কমানো হয়েছে। বিভিন্ন ঋণের প্রসেসিং ফি-ও মকুব করে দেওয়া হয়েছে।