
নয়া দিল্লি: বন্দে ভারতে (Vande Bharat Express) চেপে পুজোয় বা শীতের ছুটিতে ঘুরতে যাবেন বলে পরিকল্পনা? তবে আপনার জন্য রয়েছে বড় খবর। এবার থেকে বন্দে ভারতের টিকিট বুকিংয়ে আর পছন্দমতো খাবার বেছে নেওয়ার সুযোগ পাওয়া যাবে না। রেলের (Indian Railways) তরফে এই ঘোষণা করা হল। জানানো হয়েছে, এবার থেকে যারা বন্দে ভারতে টিকিটের কারেন্ট বুকিং করবেন, তাদের নিজের পছন্দমতো খাবার বেছে নেওয়ার অপশন (Food Option) দেওয়া হবে না। এক্ষেত্রে তাদের কেবল নিরামিষ খাবারই পরিবেশন করা হবে। দেওয়া হবে না আমিষ খাবার।
সূচনা থেকেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের দ্রুতগতি থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়া, এমনকী খাবার নিয়েও প্রশংসা কুড়িয়েছিল প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের এই ট্রেন। তবে সম্প্রতিই বন্দে ভারতের খাবারের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছিল। বাসি খাবার পরিবেশন থেকে শুরু করে অনেক সময় মেয়াদ উত্তীর্ণ প্য়াকেটজাত খাবার দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। এরপরই ভারতীয় রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ছয় মাস প্যাকেটজাত খাবার পরিবেশন করা হবে না বন্দে ভারতে। এবার টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও কড়া নিয়ম আনা হল।
রেলের তরফে জানানো হয়েছে, যে সমস্ত যাত্রীরা কারেন্ট টিকিট বুকিং করবেন, তারা পছন্দমতো খাবার বাছাইয়ের সুযোগ পাবেন না। তাদের নিরামিষ খাবারই পরিবেশন করা হবে। যারা আগে থেকে টিকিট বুকিং করবেন, একমাত্র তারাই আমিষ ও নিরামিষের মধ্য়ে থেকে নিজের পছন্দমতো খাবার বেছে নিতে পারবেন।
এর কারণও ব্যাখ্যা করেছে রেল। জানানো হয়েছে, বুকিং লিস্ট প্রকাশের পরও কারেন্ট বুকিং নেওয়া হয়। অর্থাৎ ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগেও কেউ বন্দে ভারতের টিকিট কাটতে পারেন। তবে সেক্ষেত্রে তাদের খাবারের পছন্দ জেনে, সেই অনুযায়ী খাবারের ব্যবস্থা করা সমস্যা হয়ে যায়। সেই সমস্য়া দূর করতেই এবার থেকে কারেন্ট বুকিং বা ইন্সট্যান্ট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীরা নিজের পছন্দের খাবার বেছে নিতে পারবেন না।