AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Election and India Stock Market: বিহারে এগিয়ে বিজেপি, তাও কেন হুড়মুড়িয়ে পড়ল দেশের শেয়ার বাজার?

Bihar Election and Indian Share Market: বিহারে বিজেপি ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেস ও লালু প্রসাদের দল। আর বেলা যত গড়িয়েছে ততই রক্ত চক্ষু দেখেছে ভারতের বাজার। কিন্তু বিজেপি তথা এনডিএর জয়ের পূর্বাভাস সত্ত্বেও কেন বাজারের এমন হাল?

Bihar Election and India Stock Market: বিহারে এগিয়ে বিজেপি, তাও কেন হুড়মুড়িয়ে পড়ল দেশের শেয়ার বাজার?
বিহারে বিজেপির ভাল ফল, তাও পড়ল বাজার?Image Credit: Getty Images
| Updated on: Nov 14, 2025 | 5:35 PM
Share

শুক্রবার নভেম্বরের ১৪ তারিখ। প্রকাশিত হল বিহার নির্বাচনের ফলাফল। আর এই ফলাফল একেবারেই গিয়েছে এনডিএর পক্ষে। বিজেপি ঝড়ে উড়ে গিয়েছে কংগ্রেস ও লালু প্রসাদের দল। আর বেলা যত গড়িয়েছে ততই রক্ত চক্ষু দেখেছে ভারতের বাজার। সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টের মধ্যে ৪৪ পয়েন্ট পড়েছিল নিফটি। একই ভাবে ১২৯ পয়েন্ট পড়েছিল সেনসেক্সও। কিন্তু বিহারে বিজেপি তথা এনডিএর জয়ের পূর্বাভাস সত্ত্বেও কেন বাজারের এমন হাল?

কারণে গ্লোবাল কাঁটা?

আসলে, দেশের ভিতরের ভোটের হাওয়া নয়, বাজারকে টেনে নামিয়েছে দু’টি কারণ। একটি আন্তর্জাতিক ও অন্য কারণটি একেবারেই অভ্যন্তরীণ। প্রথমত, মার্কিন মুলুকে ওয়াল স্ট্রিটে গতকালই বড় পতন দেখা গেছে। বিশেষত, আইটি সেক্টরে ব্যাপক ধস নেমেছে। আর এর প্রধান কারণ, ইউএস ফেড রেট কাট নিয়ে অনিশ্চয়তা। বস্টন ফেড প্রেসিডেন্ট সুসান কলিন্স ইঙ্গিত দিয়েছেন যে সুদের হার আগামী ‘কিছুদিনের জন্য’ অপরিবর্তিত থাকতে পারে। ফলে, ডিসেম্বরে রেট কাটের সম্ভাবনা আগের তুলনায় অনেক কম। যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সতর্ক করেছে।

লিক্যুইডিটির চাপ

দ্বিতীয়ত, বাজারের দুর্বলতা মূলত লিকুইডিটি বা নগদ অর্থের অভাবে। ইক্যুইনমিকস রিসার্চের বিশেষজ্ঞ জি চোখালিঙ্গম বলছেন, ছোট ও মাঝারি মাপের সংস্থাগুলোর মধ্যে এক-চতুর্থাংশ সংস্থার শেয়ারের দাম ইতিমধ্যেই তাদের সর্বোচ্চ দাম থেকে ২০ থেকে ৪০ শতাংশ কমে গিয়েছে। একই সঙ্গে এই সপ্তাহে বিদেশী বিনিয়োগকারীরা প্রায় ৭ হাজার ৫১ কোটি টাকা তুলে নিয়েছে। যদিও ঘরোয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ৩ হাজার ৯১ কোটি টাকার শেয়ার কিনে বাজারকে কিছুটা হলেও ধরে রেখেছেন।

বিশেষজ্ঞের কী বলছেন?

জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের ভিকে বিজয়াকুমার মনে করেন, বাজারের এই প্রতিক্রিয়া ক্ষণস্থায়ী। তিনি বলেন , ‘বাজারের দীর্ঘমেয়াদি ট্রেন্ড নির্ভর করবে শক্তিশালী ফান্ডামেন্টালের উপর। ভাল জিডিপি বৃদ্ধি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা এই ক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে”। তবে গোটা বিশ্বজুড়ে মন্দার প্রভাব থাকলেও, দেশের অর্থনৈতিক ভিত্তি ও দেশীয় বিনিয়োগকারীদের কারণে আগামী মাসগুলিতে বাজার ঘুরে দাঁড়াবে, আশা করছেন বিশেষজ্ঞরা।