
দীর্ঘ ১৭ বছর পর টেলিভিশনে ফিরেছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ স্মৃতি ইরানি। তাঁর জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউ কি সাঁস ভি কভি বহু থি ২’-এর রিবুট এই মুহূর্তে টিআরপি-র শীর্ষে। কিন্তু এবার যা সেই ধারাবাহিকে যা ঘটল, তা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে থেকে যাবে। এক কথায় বলা যায় এই প্রথম এমন কিছু ঘটেছে।
এই ধারাবাহিকে দেখা গেল মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও আমেরিকান ধনকুবের বিল গেটসকে। কি, অবাক হচ্ছেন? আসলে তিনি এই ধারাবাহিকে অভিনয় করেননি, দুটি এপিসোডে বিশেষ অতিথি হিসেবে এসেছেন তিনি।
এই ধারাবাহিকের প্রডিউসর বালাজি টেলিফিল্মস (Balaji Telefilms Limited) আগে যে প্রোমো প্রকাশ করেছিল, তাতে দেখা গিয়েছিল তুলসী ওরফে স্মৃতি ইরানি ভিডিয়ো কলে বলছেন, ‘জয় শ্রী কৃষ্ণ, খুব ভালো লাগলো এটা জেনে যে আপনি সোজা আমেরিকা থেকে আমার পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন’। এই বিশেষ পর্বটি তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ এক সামাজিক সচেতনতার (Social Awareness) বার্তা দিতে। জানা গিয়েছে, মূলত মা ও নবজাতকের স্বাস্থ্য নিয়েই তুলসী অর্থাৎ স্মৃতি ইরানি ও বিল গেটসের মধ্যে কথোপকথন হয়েছে। এটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজের সঙ্গেও সম্পর্কিত।
স্মৃতি ইরানি, যিনি এক সময় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, তিনি একটি সাক্ষাৎকারে বিল গেটসের যুক্ত হওয়ার বিষয়টিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে এই বিশেষ অতিথি পর্বটি সম্প্রচারিত হয়েছে। চলতি বছরের ২৯ জুলাই শুরু হওয়া এই সীমিত পর্বের ধারাবাহিকটি যে এইভাবে আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে যুক্ত হবে, তা হয়তো কেউই ভাবেননি। তবে, এই অপ্রত্যাশিত ক্রসওভার বুঝিয়ে দিল, সামাজিক বার্তা পৌঁছে দিতে বিনোদন মাধ্যম কতটা শক্তিশালী ভূমিকা নিতে পারে।