মুম্বই: বাগদত্তা অদিতি আর্যকে বিয়ে করলেন ব্যাঙ্কার তথা ধনকুবের উদয় কোটকের ছেলে জয় কোটক। কে এই অদিতি আর্য? ২০১৫ সালে ‘মিস ইন্ডিয়া’র শিরোপা জিতেছিলেন অদিতি। মঙ্গলবার (৭ নভেম্বর), মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হল। চলতি বছরের শুরুতেই জয় কোটক, অদিতি আর্যকে বাগদানের কথা জানিয়েছিলেন। ওই সময় ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কোর্সের পড়াশোনা শেষ করেছিলেন অদিতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, তার জন্য অদিতিকে অভিনন্দন জানিয়েছিলেন জয়। অদিতির স্নাতক হওয়ার দুটি ছবি ভাগ করে নিয়ে জয় লিখেছিলেন, “আমার বাগদত্তা অদিতি আজ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর এমবিএ কোর্স শেষ করল। তোমার জন্য আমি অত্যন্ত গর্বিত।” সেই প্রথম অদিতিকে তাঁর বাগদত্তা বলে উল্লেখ করেছিলেন ধনকুবের জয়।
07.11.2023
Aditi & Jay pic.twitter.com/S6hCkb0fqS— Jay Kotak (@jay_kotakone) November 9, 2023
জয় কোটাক তাঁদের বিবাহের অনুষ্ঠানের একটি ছবি এক্সে শেয়ার করেছেন। অদিতি আর্যও তাঁদের বিয়ের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাঁদের বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলিতে দেখা যাচ্ছে ঘিয়ে রঙের শেরওয়ানি এবং লাল পাগরি পরে আছেন জয় কোটক। আর, অদিতি আর্য পরেছেন একটি লাল রঙের লেহেঙ্গা। তাঁরা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, আর তাঁদের ঘিরে রয়েছেন অতিথিরা। এক ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, জয় ও অদিতির বিবাহের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ধনকুবের শিল্পপতি মুকেশ অম্বানি এবং তার স্ত্রী নীতা অম্বানি। শিল্প মহল এবং সমাজের অন্য়ান্য ক্ষেত্রের আরও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও অর্থনীতিতে স্নাতক জয় কোটক। পরে অবশ্য হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ কোর্স করেছেন। বর্তমানে, তিনি কোটক৮১১ (Kotak811) সংস্থার ভাইস-প্রেসিডেন্ট। কোটক৮১১ হল কোটক মাহিন্দ্রা ব্যাঙ্কের তৈরি একটি ডিজিটাল মোবাইল ব্যাঙ্ক। অন্যদিকে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখদেব কলেজ থেকে স্নাতক হয়েছিলেন অদিতি আর্য। আর্নস্ট অ্যান্ড ইয়ং সংস্থায় তিনি গবেষক-বিশ্লেষক হিসেবে কাজ করেন। ২০১৫ সালে মিস ইন্ডিয়ার শিরোপা জেতার পর, তিনি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে, বিশ্বসুন্দরী হতে পারেননি। রণবীর সিং অভিনীত ‘৮৩’-সহ বেশ কয়েকটি হিন্দি এবং তেলুগু ছবিতে অভিনয়ও করেছেন অদিতি। এরপর অবশ্য গ্ল্যামার জগৎ ছেড়ে তিনি এমবিএ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি। জয়কে বিয়ে করার পর কি ফের বিনোদন জগতে ফিরবেন, নাকি এবার শিল্পক্ষেত্রে পা রাখবেন?