নয়া দিল্লি: রেকর্ড গড়ল বিটকয়েন (Bitcoin)। বৃহস্পতিবার প্রথম বিটকয়েনের দাম ছাড়াল ৪০ হাজার ডলার। মাত্র ৫ দিনেই বিটকয়েনের দাম বাড়ল ১০ হাজার ডলার। বৃহস্পতিবার ট্রেডিংয়ের সময় ১০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে বিটকয়েনের মূল্য গিয়ে দাঁড়িয়েছিল ৪০ হাজার ৩৮০ ডলারে। পরে অবশ্য কিছুটা নেমে বিটকয়েন এসে থামে ৩৮ হাজার ৯৫০ ডলারে।
গত শনিবারই প্রথম ৩০ হাজার ডলারের গণ্ডি ছাড়িয়েছিল বিটকয়েন। বিশেষজ্ঞদের ধারণা, জো বাইডেনের প্রথম ১০০ দিনে বিটকয়েনের ঊর্ধ্বগমনের ধারা বজায় থাকবে। ১২ বছর আগে ট্রেডিং শুরু হয় বিটকয়েনের। ২০২০ সালের মার্চ মাসে করোনা আবহে সোনা, রূপো, প্লাটিনামের দাম কমলেও দাম বেড়েছিল বিটকয়েনের।
অক্টোবর মাসে পেপাল তাদের গ্রাহকদের বিটকয়েনের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। তারপর বিশেষজ্ঞ জেপি মরগান ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সোনার তুলনা করেছিলেন। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি সোনার বিকল্প হতে পারেও বলে মত প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ।
আরও পড়ুন: ডিসেম্বরে জিএসটির রেকর্ড! সরকারের আদায় ১,১৫,১৭৪ কোটি টাকা
ডিজিটাল কারেন্সি নিয়ে বিশেষ করে ভাবনা চিন্তা করছে বিশ্বের একাধিক ব্যাঙ্ক। ফেসবুকের নিজস্ব ডিজিটাল ইউনিট লিবরা উৎপাদনের বিষয় নিয়েও বিশেষ ভাবে ভাবছে আমেরিকার ফেডারেল রিজার্ভ। তবে যেহেতু নিজের নাম গোপন রেখে গ্রাহকরা এই কারেন্সি লেনদেন করতে পারেন। তাই এক্ষেত্রে অপরাধমূলক কাজের সম্ভাবনা থেকে যায়।