Condom Sale: প্রেম দিবসে জমল ‘খেলা’, চকোলেটকে কত গোল দিল কন্ডোম?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 16, 2023 | 5:34 PM

Valentine's Day Order: প্রেম দিবসে সবথেকে বেশি হয়েছে কন্ডোমের। এই কথা জানিয়েছেন ব্লিঙ্কইটের প্রতিষ্ঠাতা।

Condom Sale: প্রেম দিবসে জমল খেলা, চকোলেটকে কত গোল দিল কন্ডোম?
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

১৪ ফেব্রুয়ারি ছিল প্রেম দিবস। আর এই ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) তে হইহই করে উদযাপন করেছেন যুগলরা। কেউ হাতে হাত রেখে সূর্যাস্ত দেখেছেন গঙ্গার পাড়ে বসে। আবার কেউ অন্যভাবে দিনটি কাটিয়েছেন কাছের মানুষের সঙ্গে। আর যুগলদের কল্যাণে এই প্রেম দিবসে কন্ডোম আর মোমবাতির বিক্রি হয়েছে খুব ভাল। ব্লিঙ্কইটের প্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্দসা মঙ্গলবার জানিয়েছেন, এই প্রেম দিবসে মোমবাতি ও কন্ডোমের বিক্রি বেশ জোরদার হয়েছে। এই তালিকায় ছিল আরও বেশ কিছু পণ্য়। সেগুলি হল ছেলে মেয়েদের সুগন্ধি দ্রব্য, গোলাপ ফুল, ফুলের তোড়া ও চকোলেট।

ধিন্দসা বিক্রি সংক্রান্ত কিছু রিপোর্টের বিশ্লেষণ টুইটারে পোস্ট করেন। পারফিউম ও ডিওডোরেন্টসের বিষয়ে তিনি টুইটারে লেখেন, “মনে হচ্ছে আকাশে বাতাসে প্রেম….নাকি এটা শুধুই ভাল গন্ধ?” মঙ্গলবার দুপুর ২ টোর দিকে আলবিন্দর ধিন্ডসা উল্লেখ করেন যে ব্লিঙ্কইটে সমস্ত অর্ডারের ৩০ শতাংশই অন্য কারও জন্য দেওয়া হয়েছিল। আর এই প্রেম দিবসের দিন বিকেল ৩ টে ১৫ এর মধ্যে সংস্থাটি সাধারণত এক সপ্তাহে যা চকোলেট বিক্রি করে তার থেকে অনেক বেশি চকোলেট বিক্রি করেছে।

তিনি জানিয়েছেন, প্রেম দিবসে ব্লিঙ্কইট ১০ হাজারের বেশি গোলাপ বিক্রি করেছে। সকাল ১০ টার মধ্য়ে ১,২০০ টি তোড়া ডেলিভারি করেছেন। তিনি সকালেই এই গোলাপ বিক্রির কথা জানিয়ে টুইটে লেখেন, “প্রেম দিবসের শুরুটা ভালই হল।”

 

Next Article