২০২৫-এর শুরুতেই BSNL-এর বিরাট পদক্ষেপ, আপনিও পরিষেবা পাবেন কি না জানুন ফোন করে

BSNL: অনেক নতুন পরিষেবা চালু করেছে বিএসএনএল। এর মধ্যে প্রধান হল স্প্যাম-মুক্ত নেটওয়ার্ক পরিষেবা, যাতে কোনও অবাঞ্ছিত ফোন আসবে না। এছাড়া সংংস্থাটি ফাইবার ভিত্তিক টিভি সার্ভিস (IFTV) নামে আর একটি পরিষেবা চালু করেছে।

২০২৫-এর শুরুতেই BSNL-এর বিরাট পদক্ষেপ, আপনিও পরিষেবা পাবেন কি না জানুন ফোন করে
Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 03, 2025 | 8:05 PM

নয়া দিল্লি: সারা দেশে 4G পরিষেবা সম্প্রসারণের গতি বাড়িয়েছে বিএসএনএল (BSNL)। গত বছরের ডিসেম্বরের মধ্যেই দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই-এর মতো চারটি মেট্রো শহরে চালু হয়েছে পরিষেবা। বেশিরভাগ রাজ্যের রাজধানীতে 4G পরিষেবা চালু হয়েছে। এবার সংস্থার লক্ষ্য হল ২০২৫ সালের জুন মাসের মধ্যে দেশের সমস্ত সার্কেলে 4G পরিষেবা চালু করা।

একই সঙ্গে নতুন বছরের প্রথম দিকেই 5G পরিষেবা চালু করারও প্রস্তুতি নিচ্ছে BSNL। সারা দেশে যাতে উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহার করা যায়, সে দিকেই নজর দেওয়া হয়েছে।

আপনার শহরে 4G পরিষেবা আছে কি না, সেটাও দেখতে পারবেন। সে ক্ষেত্রে গ্রাহকদের BSNL মোবাইল বা ল্যান্ডলাইন থেকে 1800-180-1500 নম্বরে এবং অন্যান্য নেটওয়ার্ক থেকে 1800-345-1500 নম্বরে ফোন করতে হবে। ফোন করেই জানা যাবে, আপনি বিএসএনএলের 4G নেটওয়ার্কের আওতায় পড়ছেন কি না।

এছাড়াও অনেক নতুন পরিষেবা চালু করেছে বিএসএনএল। এর মধ্যে প্রধান হল স্প্যাম-মুক্ত নেটওয়ার্ক পরিষেবা, যাতে কোনও অবাঞ্ছিত ফোন আসবে না। এছাড়া সংংস্থাটি ফাইবার ভিত্তিক টিভি সার্ভিস (IFTV) নামে আর একটি পরিষেবা চালু করেছে। পরিষেবাটি ফাইবার ইন্টারনেট গ্রাহকদের জন্য বিনামূল্যে ৫০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল অফার করে। এছাড়াও, “এনি টাইম সিম” (এটিএস) কিয়স্কগুলিও চালু করা হয়েছে। এই কিয়স্কের মাধ্যমে গ্রাহকরা যে কোনও সময় সিম কিনতে বা আপগ্রেড করতে পারবেন।