মাত্র ৯৯ টাকার প্ল্যানে ৪৫০ টিভি চ্যানেল দেখতে পাবেন গ্রাহকরা, সস্তার অফারে আর কী দিচ্ছে BSNL

BSNL: ব্যবহারকারীরা ৯৯ টাকার 'ভয়েস-অনলি' প্ল্যানে বিনামূল্যে বিআইটিভি দেখতে পাবেন। সম্প্রতি BSNLতাদের ৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে।

মাত্র ৯৯ টাকার প্ল্যানে ৪৫০ টিভি চ্যানেল দেখতে পাবেন গ্রাহকরা, সস্তার অফারে আর কী দিচ্ছে BSNL
Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Feb 04, 2025 | 2:06 PM

নয়া দিল্লি: এত সস্তার প্ল্যান এনেছে বিএসএনএল, যে গত কয়েক মাসে অনেকেই তাদের নম্বর বিএসএনএল-এ পোর্ট করিয়েছেন। সস্তার রিচার্জ প্ল্যান ছাড়াও, BSNL ব্যবহারকারীদের জন্য খুব বিশেষ পরিষেবাও অফার করছে। এই পরিষেবাগুলির মধ্যে একটি হল BSNL-এর BiTV পরিষেবা।

দেশ জুড়ে এই বিআইটিভি (BiTV) পরিষেবা চালু করেছে বিএসএনএল। এই পরিষেবার মাধ্যমে বিএসএনএল ব্যবহারকারীরা বিনামূল্যে ৪৫০ টিরও বেশি টিভি চ্যানেল দেখতে পাবেন। এর জন্য বিএসএনএল ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।

বিএসএনএল তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে বিএসএনএল ব্যবহারকারীরা ৯৯ টাকার ‘ভয়েস-অনলি’ প্ল্যানে বিনামূল্যে বিআইটিভি দেখতে পাবেন। সম্প্রতি BSNLতাদের ৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে।

BSNL-এর এই প্ল্যানে গ্রাহকরা পুরো ১৭ দিনের বৈধতা পাবেন। এই ১৭ দিন ধরে থাকবে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা।