হাল বেহাল BSNL-র! ছাঁটাইয়ের গন্ধ পেতেই বড় ‘ষড়যন্ত্রের’ কথা বলছেন কর্মীরাই

Rupak Sarkar | Edited By: জয়দীপ দাস

Jan 21, 2025 | 5:51 PM

BSNL: আন্দোলনকারী বিএসএনএল কর্মীরা বলছেন, দ্রুত অবস্থার পরিবর্তন চাই। চাই নিয়মিত বেতন। তাঁদের দাবি পূরণ না হলে শীঘ্রই আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এখন দেখার শেষ পর্যন্ত সংস্থার কর্তারা কী সিদ্ধান্ত নেন।

হাল বেহাল BSNL-র! ছাঁটাইয়ের গন্ধ পেতেই বড় ‘ষড়যন্ত্রের’ কথা বলছেন কর্মীরাই
ক্ষোবে ফুঁসছেন অস্থায়ী কর্মীরা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বালুরঘাট: ধুঁকছে BSNL। দীর্ঘ ৮ থেকে ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না টেলিকম সংস্থার অস্থায়ী কর্মীরা। বেতনের দাবিতে একাধিকবার আন্দোলন করেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। বেতন সেই অনিয়মিতই। অবস্থার পরিবর্তন হচ্ছে না কিছুতেই। দিনে দিনে বেড়েছে ক্ষোভ। বিক্ষুব্ধরা বলছেন, আসলে সংস্থা চাইছে ক্ষোভ বাড়তে বাড়তে চাকরি ছেড়ে চলে যাক কর্মীরা। সরাসরি ছাঁটাই না করে এই পথ নিতে চাইছেন সংস্থার কর্তারা। তাই এবার ফের নিয়মিত বেতনের দাবি মঙ্গলবার বিকালে বালুরঘাট বিএসএনএল অফিসের সামনে জড়ো হলেন অস্থায়ী কর্মীরা। চলল বিক্ষোভ। উঠল স্লোগান। 

আন্দোলনকারী বিএসএনএল কর্মীরা বলছেন, দ্রুত অবস্থার পরিবর্তন চাই। চাই নিয়মিত বেতন। তাঁদের দাবি পূরণ না হলে শীঘ্রই আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। 

আন্দোলনকারী বিএসএনএল কর্মী শ্যামাপদ বসাক বলছেন, “ইলেকট্রিক্যাল উইংস ও গোটা রাজ্যে আমাদের যে অস্থায়ী কর্মীরা কাজ করেন তাঁরা দীর্ঘ আট থেকে দশমাস ধরে বেতন পাচ্ছে না। ওদের বেতন যাতে নিয়মিত হয় সে কারণেই আমাদের প্রতিবাদ-আন্দোলন। সংস্থা আসলে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এভাবে চলতে থাকলে তো কর্মীদের মনোবল ভেঙে যাবে। ওরা চাইছেন এই অবস্থায় কর্মীরা কাজ ছেড়ে চলে যাক। কর্মী সংখ্যা কমে যাবে। এটাকে একটা যড়যন্ত্র বলে আমরা মনে করছি। আমাদের দাবি মানা হল সার্কেল ইউনিয়ন থেকে বড় আন্দোলন করব।”  

Next Article